দাঁড়কাকেরা
দাঁড়কাকেরা
সাইয়িদ রফিকুল হক
দাঁড়কাকেরা সবখানে যে
পরছে এখন ময়ূরপুচ্ছ,
এদের সঙ্গে লেপ্টে আছে
গাঁওগেরামের ভণ্ডগুচ্ছ।
সবাই মিলে দেশটাকে যে
টানছে আবার পিছনদিকে,
আগের মতো জাগো আবার
ওদের আশা হবে ফিকে।
ভণ্ডগুলো বেজায় পাজী
চেঁচায় শুধু কাকের মতো,
আগের মতো সবাই মিলে
করতে হবে এদের নত।
দাঁড়কাকেরা স্বার্থনেশায়
বলছে কত ধর্মবুলি!
একাত্তরের বিজয়নেশায়
ছিদ্র করো এদের খুলি।
দেশের বুকে মানুষ থাকুক
দাঁড়কাকেরা নিপাত যাক,
রক্তভেজা সোনার বাংলা
আরেকটাবার মুক্তি পাক।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
দাঁড়কাকেরা সবখানে যে
পরছে এখন ময়ূরপুচ্ছ,
এদের সঙ্গে লেপ্টে আছে
গাঁওগেরামের ভণ্ডগুচ্ছ।
সবাই মিলে দেশটাকে যে
টানছে আবার পিছনদিকে,
আগের মতো জাগো আবার
ওদের আশা হবে ফিকে।
ভণ্ডগুলো বেজায় পাজী
চেঁচায় শুধু কাকের মতো,
আগের মতো সবাই মিলে
করতে হবে এদের নত।
দাঁড়কাকেরা স্বার্থনেশায়
বলছে কত ধর্মবুলি!
একাত্তরের বিজয়নেশায়
ছিদ্র করো এদের খুলি।
দেশের বুকে মানুষ থাকুক
দাঁড়কাকেরা নিপাত যাক,
রক্তভেজা সোনার বাংলা
আরেকটাবার মুক্তি পাক।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৪/২০২১সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/০৪/২০২১সুন্দর লেখা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৪/২০২১beautiful...
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৪/২০২১দাঁড় কাকেরা দিচ্ছে হানা
মতলব তাদের সবার জানা,
সুযোগ পেলে দেবে ছোবল
জাতি হবে ন:স্ব ধবল। -
ফয়জুল মহী ০৯/০৪/২০২১অসাধারণ অভিব্যক্তি
-
এস এম আলমগীর হোসেন ০৯/০৪/২০২১বরাবরই আপনার কবিতা ভালো লাগে