জেগে ওঠো দেশভক্ত
জেগে ওঠো দেশভক্ত
সাইয়িদ রফিকুল হক
শঙ্কায় যেন বুক কাঁপে নাকো তোমার,
বিপুল সাহসে বাঁধবে তোমার বুক,
দুনিয়ার যত শ্বাপদসংকুল পালিয়ে যাবে
শুধু তোমারই সাহসের জোরে।
কাপুরুষ সব করবে শুধুই ষড়যন্ত্র,
ওরা আসবে না সামনে একটু!
দাঁড়াবে না কেউ সত্যের মুখোমুখি।
পিছন থেকেই নাড়বে শুধু কলকাঠি যত,
সকল পাপীর চক্রজাল ছিন্ন করো তোমরা,
জেগে ওঠো আজ দেশভক্ত সব যুবক,
ইতিহাস পড় আর ভাবো,
দেশকে এবার তুলে নাও চির মাথায়।
দেশের শত্রু নির্মূল করো চিরতরে।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
শঙ্কায় যেন বুক কাঁপে নাকো তোমার,
বিপুল সাহসে বাঁধবে তোমার বুক,
দুনিয়ার যত শ্বাপদসংকুল পালিয়ে যাবে
শুধু তোমারই সাহসের জোরে।
কাপুরুষ সব করবে শুধুই ষড়যন্ত্র,
ওরা আসবে না সামনে একটু!
দাঁড়াবে না কেউ সত্যের মুখোমুখি।
পিছন থেকেই নাড়বে শুধু কলকাঠি যত,
সকল পাপীর চক্রজাল ছিন্ন করো তোমরা,
জেগে ওঠো আজ দেশভক্ত সব যুবক,
ইতিহাস পড় আর ভাবো,
দেশকে এবার তুলে নাও চির মাথায়।
দেশের শত্রু নির্মূল করো চিরতরে।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ১২/০৪/২০২১বেশ
-
আব্দুর রহমান আনসারী ১১/০৪/২০২১জাগতেই হবে। সুন্দর লেখা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০৪/২০২১সুন্দর লেখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৪/২০২১জেগে উঠ দেশভক্ত
হাত করতে হবে শক্ত,
অন্যায়কে দিতে হবে বিদায়,
শান্তি করতে হবে আদায়।