পলিমাটির দেশে
পলিমাটির দেশে
ফুলগুলো আজ ঝরে যাচ্ছে!
আর ঝরে যাচ্ছে মানবজীবন!
মানুষের হয় মরণ শুধু!
আর শুধু বাড়ে পশুর সংখ্যা।
কী যে দুঃসময় দেশের বুকে!
পরগাছা সব লেবাসধারী!
এদের হাতেই ধর্মের রশি!
বিরাট ঘাতক পলিমাটির দেশে।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৪/২০২১
ফুলগুলো আজ ঝরে যাচ্ছে!
আর ঝরে যাচ্ছে মানবজীবন!
মানুষের হয় মরণ শুধু!
আর শুধু বাড়ে পশুর সংখ্যা।
কী যে দুঃসময় দেশের বুকে!
পরগাছা সব লেবাসধারী!
এদের হাতেই ধর্মের রশি!
বিরাট ঘাতক পলিমাটির দেশে।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম আলমগীর হোসেন ০৯/০৪/২০২১সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৪/২০২১ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৪/২০২১আমাদের বাংলাদেশ
পলিমাটির দেশ,
রুপের নেই শেষ
আহা! পলিমাটির দেশ। -
আব্দুর রহমান আনসারী ০৮/০৪/২০২১সুন্দরতম ভাব প্রকাশ
-
ফয়জুল মহী ০৮/০৪/২০২১প্রতিভাময় লিখনী।
লেখা পাঠক হৃদয় সমাদৃত হোক।