কান্না কোরো না
কান্না কোরো না
সাইয়িদ রফিকুল হক
কান্না কোরো না
কেউ দিবে না তো
তোমার কান্নার মূল্য
সবাই যে বোঝে স্বার্থ শুধু
সবাই যে খোঁজে ধান্দা শুধু।
কান্না কোরো না
কান্নায় লাভ কী?
কী হবে রে কেঁদে?
এসবে বাড়বে তোমার কষ্ট
পশুর সমাজে কান্না মূল্যহীন।
কান্না কোরো না
পারলে এবার খামচে ধরো
ভণ্ডদের শার্টের কলার।
কান্নার দিন শেষ হয়েছে
পারলে তুমি রুখে দাঁড়াও ভৃগুর মতো!
সাইয়িদ রফিকুল হক
২০/০১/২০২১
সাইয়িদ রফিকুল হক
কান্না কোরো না
কেউ দিবে না তো
তোমার কান্নার মূল্য
সবাই যে বোঝে স্বার্থ শুধু
সবাই যে খোঁজে ধান্দা শুধু।
কান্না কোরো না
কান্নায় লাভ কী?
কী হবে রে কেঁদে?
এসবে বাড়বে তোমার কষ্ট
পশুর সমাজে কান্না মূল্যহীন।
কান্না কোরো না
পারলে এবার খামচে ধরো
ভণ্ডদের শার্টের কলার।
কান্নার দিন শেষ হয়েছে
পারলে তুমি রুখে দাঁড়াও ভৃগুর মতো!
সাইয়িদ রফিকুল হক
২০/০১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০১/২০২১দারুণ
-
আলমগীর সরকার লিটন ২১/০১/২০২১নীরব কান্না থেকেই যাবে
-
ফয়জুল মহী ২০/০১/২০২১চমৎকার লেখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০১/২০২১সত্যি লিখেছেন ভাই। ধন্যবাদ।
-
আব্দুর রহমান আনসারী ২০/০১/২০২১ভালো