মনের দুয়ার খুলে
মনের দুয়ার খুলে
সাইয়িদ রফিকুল হক
মনের সব দুয়ার খুলে
যখন বলি ভালোবাসি,
কেউ আসে না, কেউ হাসে না,
কেউ একটু ভালোবাসেনা, ভালোবাসেনা।
আবার দেখি, টাকার থলে
দু’হাতে নিয়ে
যখন কেউ আস্তে বলে ভালোবাসি,
সবাই আসে, সবাই হাসে তখন দেখি!
টাকার ঘ্রাণে খুলে যায় যে
রুদ্ধদ্বার! শত আগল!
সবাই তখন অনেক হাসে!
কেউ বলে না মন্দকথা!
প্রেমের সিঁড়ি খুব প্যাঁচানো,
সবাই তাতে পারে না উঠতে,
টাকার ঘ্রাণে খুলে যাচ্ছে স্বর্গেরও সিঁড়ি!
মনের সব দুয়ার খুলে লাভ নেই কোনো।
মনখবর কেউ নেয় না, কেউ বোঝে না,
সবাই খোঁজে টাকার ঘ্রাণ!
টাকা না-পেলে কেউ আসে না, কেউ হাসে না,
কেউ একটু ভালোবাসেনা, ভালোবাসেনা।
সাইয়িদ রফিকুল হক
১৯/০১/২০২১
সাইয়িদ রফিকুল হক
মনের সব দুয়ার খুলে
যখন বলি ভালোবাসি,
কেউ আসে না, কেউ হাসে না,
কেউ একটু ভালোবাসেনা, ভালোবাসেনা।
আবার দেখি, টাকার থলে
দু’হাতে নিয়ে
যখন কেউ আস্তে বলে ভালোবাসি,
সবাই আসে, সবাই হাসে তখন দেখি!
টাকার ঘ্রাণে খুলে যায় যে
রুদ্ধদ্বার! শত আগল!
সবাই তখন অনেক হাসে!
কেউ বলে না মন্দকথা!
প্রেমের সিঁড়ি খুব প্যাঁচানো,
সবাই তাতে পারে না উঠতে,
টাকার ঘ্রাণে খুলে যাচ্ছে স্বর্গেরও সিঁড়ি!
মনের সব দুয়ার খুলে লাভ নেই কোনো।
মনখবর কেউ নেয় না, কেউ বোঝে না,
সবাই খোঁজে টাকার ঘ্রাণ!
টাকা না-পেলে কেউ আসে না, কেউ হাসে না,
কেউ একটু ভালোবাসেনা, ভালোবাসেনা।
সাইয়িদ রফিকুল হক
১৯/০১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০১/২০২১মনের দুয়ার খুলতেই হবে। সুন্দর।
-
পি পি আলী আকবর ২০/০১/২০২১সুন্দর
-
আলমগীর সরকার লিটন ২০/০১/২০২১বেশ প্রেমময় কবি দা
-
ফয়জুল মহী ১৯/০১/২০২১খুব সুন্দর লিখেছেন ,