সস্তাখোরের দৌরাত্ম্য
সস্তাখোরের দৌরাত্ম্য
সাইয়িদ রফিকুল হক
তোমরা অনেক বুদ্ধিমান যে, তাইতে গেলো পচা-বাসি
অনেক বেশি খুন করিলেও হয় না কারও একটু ফাঁসি!
অপরাধী কারও-কারও বিরাট স্বজন এই সমাজে,
এরাই আবার সাধু সেজে কইয়ের তেলে কই যে ভাজে!
অনেকেরই মুখে হাসি, ভিতরটাতে অন্ধকার,
বাইরে এরা সাদাসিধে আসলে যে কদাকার।
এই সমাজে জ্ঞানী-গুণী-বুদ্ধিমানের নাই যে কদর,
ধূর্তলোকের আওয়াজ শুনে যাচ্ছে খুলে দরজা সদর!
তোমরা অনেক বুদ্ধিমান যে, তাইতে খোঁজো সস্তা জিনিস,
ভেজাল খেয়ে সুধীজনকে বলছো আবার সস্তা কিনিস!
ভালো জিনিস খায় না এখন, সবাই চেনে সস্তা মাল,
সস্তাখোরের দৌরাত্ম্যে তাই সোনার দেশের এমন হাল।
সাইয়িদ রফিকুল হক
১৬/০১/২০২১
সাইয়িদ রফিকুল হক
তোমরা অনেক বুদ্ধিমান যে, তাইতে গেলো পচা-বাসি
অনেক বেশি খুন করিলেও হয় না কারও একটু ফাঁসি!
অপরাধী কারও-কারও বিরাট স্বজন এই সমাজে,
এরাই আবার সাধু সেজে কইয়ের তেলে কই যে ভাজে!
অনেকেরই মুখে হাসি, ভিতরটাতে অন্ধকার,
বাইরে এরা সাদাসিধে আসলে যে কদাকার।
এই সমাজে জ্ঞানী-গুণী-বুদ্ধিমানের নাই যে কদর,
ধূর্তলোকের আওয়াজ শুনে যাচ্ছে খুলে দরজা সদর!
তোমরা অনেক বুদ্ধিমান যে, তাইতে খোঁজো সস্তা জিনিস,
ভেজাল খেয়ে সুধীজনকে বলছো আবার সস্তা কিনিস!
ভালো জিনিস খায় না এখন, সবাই চেনে সস্তা মাল,
সস্তাখোরের দৌরাত্ম্যে তাই সোনার দেশের এমন হাল।
সাইয়িদ রফিকুল হক
১৬/০১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ১৮/০১/২০২১ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০১/২০২১ভালো হয়েছে
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০১/২০২১সস্তার তিন অবস্থা।
-
ফয়জুল মহী ১৬/০১/২০২১Valo laglo kobita
-
দীপঙ্কর বেরা ১৬/০১/২০২১ভাল হয়েছে