জীবনের আশা
জীবনের আশা
সাইয়িদ রফিকুল হক
জীবনের আশা কখনো কারও হয় না পূরণ,
আশার প্রদীপ নিভে গেলে বাড়ে হৃদয়-ক্ষরণ!
প্রদীপ জ্বালাতে গেলেও আবার মনে জাগে ভয়।
ছোট্ট বুকে তবু কত আশা যেন আজো জেগে রয়!
সবকিছু যেন মিথ্যা মনে হয়, শুধু সত্য ফাঁকি!
কারও যন্ত্রণা মুছে দিতে আজ কেউ পারে নাকি?
সকালে ভেবেছি, বাসনা পুরাবে হয়তো সন্ধ্যায়,
তবু জ্বলে নাকো আশার প্রদীপ, সন্ধ্যা চলে যায়!
মানুষের বুকে পাষাণ বেঁধেছে শত জুলুমের বাসা,
এইসব মনে পরার্থে কখনো জাগবে একটু ভালোবাসা?
জীবনের ঘণ্টা বেজেই চলেছে, হঠাৎ যাবে থেমে,
হিসাব-নিকাশ-ভাবনায় তুমি উঠবে যে ঘেমে!
বুকের ভিতরে এখনও কেন জাগে নাকো মৃত্যুভয়!
আশানিরাশার দোলাচলে তবু ডুবছে অমূল্য সময়।
আয়রে সবাই একটু দাঁড়াই আর্ত-মানুষের পাশে,
জীবনের আশা নইলে সবার মরবে এবার রুদ্ধশ্বাসে!
ছন্দ: মাত্রাবৃত্ত
মূলপর্ব: ৬+৬+৬ মাত্রা
[তবে কোনো-কোনো চরণের শেষে অপূর্ণ ১, ২মাত্রাও রয়েছে।]
সাইয়িদ রফিকুল হক
১৪/০১/২০২১
সাইয়িদ রফিকুল হক
জীবনের আশা কখনো কারও হয় না পূরণ,
আশার প্রদীপ নিভে গেলে বাড়ে হৃদয়-ক্ষরণ!
প্রদীপ জ্বালাতে গেলেও আবার মনে জাগে ভয়।
ছোট্ট বুকে তবু কত আশা যেন আজো জেগে রয়!
সবকিছু যেন মিথ্যা মনে হয়, শুধু সত্য ফাঁকি!
কারও যন্ত্রণা মুছে দিতে আজ কেউ পারে নাকি?
সকালে ভেবেছি, বাসনা পুরাবে হয়তো সন্ধ্যায়,
তবু জ্বলে নাকো আশার প্রদীপ, সন্ধ্যা চলে যায়!
মানুষের বুকে পাষাণ বেঁধেছে শত জুলুমের বাসা,
এইসব মনে পরার্থে কখনো জাগবে একটু ভালোবাসা?
জীবনের ঘণ্টা বেজেই চলেছে, হঠাৎ যাবে থেমে,
হিসাব-নিকাশ-ভাবনায় তুমি উঠবে যে ঘেমে!
বুকের ভিতরে এখনও কেন জাগে নাকো মৃত্যুভয়!
আশানিরাশার দোলাচলে তবু ডুবছে অমূল্য সময়।
আয়রে সবাই একটু দাঁড়াই আর্ত-মানুষের পাশে,
জীবনের আশা নইলে সবার মরবে এবার রুদ্ধশ্বাসে!
ছন্দ: মাত্রাবৃত্ত
মূলপর্ব: ৬+৬+৬ মাত্রা
[তবে কোনো-কোনো চরণের শেষে অপূর্ণ ১, ২মাত্রাও রয়েছে।]
সাইয়িদ রফিকুল হক
১৪/০১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ১৮/০১/২০২১সুন্দর হয়েছে
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০১/২০২১খুব ভালো।