হে পুরুষ
হে পুরুষ
সাইয়িদ রফিকুল হক
নিষিদ্ধ-পাড়ার মেয়েরা ছিনালিপনা করলে তবুও সাজে,
কিন্তু তুমি পুরুষ ছিনালিপনা কোরো না,
ছিনালি তোমাকে কখনো মানায় না পুরুষ।
অধঃপতনের সকল অলিগলি আর রাস্তা ছেড়ে
তুমি আবার পুরুষ হয়ে ওঠো, হে পুরুষ।
বিধাতার রাজ্যে অধিকারবঞ্চিত মানুষের পাশে
আবার তুমি দাঁড়াও রুখে―ইস্পাতদৃঢ় প্রতিজ্ঞায়।
অনেকেই এখন ছিনাল হতে ভালোবাসে!
ছিনালিপনা করে গড়ে তুলছে স্বার্থের অট্টালিকা,
ব্যাংকগুলো ভরে ফেলছে কালোটাকার বস্তায়!
মানুষের রক্তে টাকার বান্ডিলগুলো এখন লালে লাল,
ভাগ্যবদলের নামে লোভী পুরুষগুলো হচ্ছে ছিনাল!
তাদের বুকের ভিতরে এখন আর বাজে না দেশের গান!
শুধু নিজের দেহটাকে সাজাতে আজ সবাই যেন ব্যস্ত।
ভ্রমরের গান আর শুনি না বুকভরে,
পুরুষের মুষ্ঠিবদ্ধহাত আর দেখি নাকো আশেপাশে,
পেশীবহুল হাতগুলো আর উত্তোলিত হয় না প্রতিবাদে,
পুরুষের মতো পুরুষেরা দলবেঁধে অন্যায়ের বিরুদ্ধে
আর নামে নাকো রাজপথে, মিছিল করে না একসাথে,
সবাই যেন মাকড়সার মতো ব্যস্ত এখন স্বার্থের জাল বুনতে!
কবে তোমরা আবার সত্যের পক্ষে লড়াই করবে, হে পুরুষ?
সাহসী-মানুষগুলো কবে কেমন করে ঢুকে গেছে
তোষামোদকারীদের দলে, প্রতিক্রিয়াশীলদের গর্তে!
এদের বিবেক এখন মরুভূমির মতো শুধু তৃষ্ণার্ত,
সেখানে আজ প্রেম জাগে নাকো, জাগে শুধু তৃষ্ণা,
কামনার আগুনে পুড়ে-পুড়ে নিঃশেষ হচ্ছে সব,
তবুও এদের তৃষ্ণা মিটে না, মন ভরে না,
কারও একটু সময় হয় না আগের মতো জেগে উঠার!
সাইয়িদ রফিকুল হক
১১/০১/২০২১
সাইয়িদ রফিকুল হক
নিষিদ্ধ-পাড়ার মেয়েরা ছিনালিপনা করলে তবুও সাজে,
কিন্তু তুমি পুরুষ ছিনালিপনা কোরো না,
ছিনালি তোমাকে কখনো মানায় না পুরুষ।
অধঃপতনের সকল অলিগলি আর রাস্তা ছেড়ে
তুমি আবার পুরুষ হয়ে ওঠো, হে পুরুষ।
বিধাতার রাজ্যে অধিকারবঞ্চিত মানুষের পাশে
আবার তুমি দাঁড়াও রুখে―ইস্পাতদৃঢ় প্রতিজ্ঞায়।
অনেকেই এখন ছিনাল হতে ভালোবাসে!
ছিনালিপনা করে গড়ে তুলছে স্বার্থের অট্টালিকা,
ব্যাংকগুলো ভরে ফেলছে কালোটাকার বস্তায়!
মানুষের রক্তে টাকার বান্ডিলগুলো এখন লালে লাল,
ভাগ্যবদলের নামে লোভী পুরুষগুলো হচ্ছে ছিনাল!
তাদের বুকের ভিতরে এখন আর বাজে না দেশের গান!
শুধু নিজের দেহটাকে সাজাতে আজ সবাই যেন ব্যস্ত।
ভ্রমরের গান আর শুনি না বুকভরে,
পুরুষের মুষ্ঠিবদ্ধহাত আর দেখি নাকো আশেপাশে,
পেশীবহুল হাতগুলো আর উত্তোলিত হয় না প্রতিবাদে,
পুরুষের মতো পুরুষেরা দলবেঁধে অন্যায়ের বিরুদ্ধে
আর নামে নাকো রাজপথে, মিছিল করে না একসাথে,
সবাই যেন মাকড়সার মতো ব্যস্ত এখন স্বার্থের জাল বুনতে!
কবে তোমরা আবার সত্যের পক্ষে লড়াই করবে, হে পুরুষ?
সাহসী-মানুষগুলো কবে কেমন করে ঢুকে গেছে
তোষামোদকারীদের দলে, প্রতিক্রিয়াশীলদের গর্তে!
এদের বিবেক এখন মরুভূমির মতো শুধু তৃষ্ণার্ত,
সেখানে আজ প্রেম জাগে নাকো, জাগে শুধু তৃষ্ণা,
কামনার আগুনে পুড়ে-পুড়ে নিঃশেষ হচ্ছে সব,
তবুও এদের তৃষ্ণা মিটে না, মন ভরে না,
কারও একটু সময় হয় না আগের মতো জেগে উঠার!
সাইয়িদ রফিকুল হক
১১/০১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৪/০১/২০২১চমৎকার লেখনী
-
কুমারেশ সরদার ১২/০১/২০২১চমৎকার
-
Biswanath Banerjee ১২/০১/২০২১Nice
-
ফয়জুল মহী ১১/০১/২০২১গভীর ভাবনায় কাব্যিক বহিঃপ্রকাশ, অশেষ ধন্যবাদ প্রিয় কবি ।