এসো কানামাছি খেলি
এসো কানামাছি খেলি
সাইয়িদ রফিকুল হক
এসো সবাই মিলেমিশে
কানামাছি খেলি,
আর চোখবেঁধে চিরতরে
অন্ধ হয়ে যাই।
তাইলে আমাদের দেখতে হবে না
সমাজের এই পাপ-তাপ!
কতকাল আর থাকবো এমন নির্বিকার?
তারচেয়ে হয়ে যাই কানা,
আর নাইবা হলাম মাছি,
আমাদের চোখগুলো একটু রাখি ঢেকে,
তাইলে পাপীদের মুখে ফুটে উঠবে
সাতরাজ্যের মনোলোভা হরেকরকম হাসি!
তখন আমি, তুমি আর আরও অনেকে
সবার কাছে হতে পারবো খুব প্রিয়পাত্র!
তুমি, আমি চক্ষুষ্মান থেকে কী লাভ হবে?
সবার চোখে পড়েছে কালো পর্দার ছানি,
সবাই এখন না-দেখার করছে বিরাট অভিনয়!
অথবা নিজের চোখ দুটো বেঁধে খুব ফায়দা লুটতে
দিবারাত্রি সুবিধাবাদীদের সঙ্গে অহরহ করছে মাস্তি,
আর কত ভালোবেসে খেলছে কানামাছি!
তুমি কিছু দেখলে চোখ বন্ধ করে ফেল,
আমি কিছু দেখি নাই অনেকদিন যাবৎ!
বদ্ধঘরে চোখ বন্ধ করে এখন শুধু প্রাকটিস করি
সবার সঙ্গে জোটবেঁধে দুর্দান্ত কানামাছি খেলার!
এসো সবাই পুরাতন লজ্জাটুকু একেবারে ঝেড়েমুছে,
মনের আনন্দে এবার কানামাছি খেলি!
সাইয়িদ রফিকুল হক
০৭/০১/২০২১
সাইয়িদ রফিকুল হক
এসো সবাই মিলেমিশে
কানামাছি খেলি,
আর চোখবেঁধে চিরতরে
অন্ধ হয়ে যাই।
তাইলে আমাদের দেখতে হবে না
সমাজের এই পাপ-তাপ!
কতকাল আর থাকবো এমন নির্বিকার?
তারচেয়ে হয়ে যাই কানা,
আর নাইবা হলাম মাছি,
আমাদের চোখগুলো একটু রাখি ঢেকে,
তাইলে পাপীদের মুখে ফুটে উঠবে
সাতরাজ্যের মনোলোভা হরেকরকম হাসি!
তখন আমি, তুমি আর আরও অনেকে
সবার কাছে হতে পারবো খুব প্রিয়পাত্র!
তুমি, আমি চক্ষুষ্মান থেকে কী লাভ হবে?
সবার চোখে পড়েছে কালো পর্দার ছানি,
সবাই এখন না-দেখার করছে বিরাট অভিনয়!
অথবা নিজের চোখ দুটো বেঁধে খুব ফায়দা লুটতে
দিবারাত্রি সুবিধাবাদীদের সঙ্গে অহরহ করছে মাস্তি,
আর কত ভালোবেসে খেলছে কানামাছি!
তুমি কিছু দেখলে চোখ বন্ধ করে ফেল,
আমি কিছু দেখি নাই অনেকদিন যাবৎ!
বদ্ধঘরে চোখ বন্ধ করে এখন শুধু প্রাকটিস করি
সবার সঙ্গে জোটবেঁধে দুর্দান্ত কানামাছি খেলার!
এসো সবাই পুরাতন লজ্জাটুকু একেবারে ঝেড়েমুছে,
মনের আনন্দে এবার কানামাছি খেলি!
সাইয়িদ রফিকুল হক
০৭/০১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ০৯/০১/২০২১বাহ! দারুণ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০১/২০২১superb
-
সাখাওয়াত হোসেন ০৮/০১/২০২১মনোমুগ্ধকর রচনাশৈলী।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০১/২০২১দারুণ
-
ফয়জুল মহী ০৭/০১/২০২১Excellent