আজকাল কংকালগুলোর খুব দাপট
আজকাল কংকালগুলোর খুব দাপট
সাইয়িদ রফিকুল হক
আজকাল কংকালগুলোর খুব দাপট!
এরা কথা বলছে সদম্ভে উচ্চস্বরে,
আর রক্তমাংসের মানুষগুলো
চুপসে আছে ফাটা বেলুনের মতো!
দেহধারী লোকগুলো জবুথবু হয়ে
দিনশেষে শুধু শরীরের উষ্ণতা খোঁজে।
আর কংকালগুলো সর্বভূকের ন্যায়
আগ্রাসী ক্ষুধায় সাবাড় করছে আমাদের সবকিছু!
নধরকান্তি দেহগুলো বার্ধক্যের আগেই
কেমন করে যেন হয়ে গেছে অসাড়-নিঃসাড়!
হোটেল-রেস্টুরেন্টে দেখি মাংসের দলাদের
কতরকম হৈহুল্লোড়র আর দাপাদাপি!
তারপর তারা দিনশেষে আবার সম্পূর্ণ নিস্তেজ।
কিন্তু কংকালগুলোর কোনো ক্লান্তি নাই,
তাদের চোখেমুখে খুনের নেশা আছে আগের মতো,
আর তারা অবিরামগতিতে দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র।
সেদিন রাস্তায় একটা কংকাল আমাকে দেখে
খুব স্পর্ধাভরে ভাংচি কাটলো কয়েকবার!
তাকে ধরতে পারিনি, সে মিশে গেল ভিড়ের মধ্যে,
আমি তাকিয়ে দেখলাম, আরও কত কংকাল শহরজুড়ে!
মানুষের দেশে মানুষগুলো আজ কীসের নেশায়
কেমন হয়ে গেছে যেন! তারা একেবারে উদভ্রান্ত,
মানুষের অবর্তমানে মাঠ, ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি
এমনকি আমাদের সোনার দেশের ভূখণ্ড দখলের
ভীষণরকম পাঁয়তারা করছে আজ সেই কংকালগুলো।
তাদের চোখেমুখে সাপের মতো কী এক ভয়ংকর জিঘাংসা!
আশা করি, আমাদের দেশটাকে সবাই চিনবেন,
না-চেনার মতো তেমনকিছু নাই পৃথিবীতে কারও,
অনেক রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছিলাম আমরা,
আমাদের মহাত্মা পূর্বপুরুষগণ পবিত্র এক স্বপ্ন দেখে
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লড়েছিলেন দেশের জন্য।
সেইসব পবিত্র আত্মা এখনও আছেন আমাদের হৃদয়ে,
তবে কেন আমরা এখনও ভয় পাই সেই কংকালদের!
আজ তারা ভোলপাল্টে নতুন লেবাসে পুরাতন মদের মতো
জায়েজ হতে চাচ্ছে নতুন কোনো লোভাতুরের বোতলে!
কেউ-কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রচণ্ড শক্তিতে,
কিন্তু এখনও যে ঘুমিয়ে আছে সিংহভাগ মানুষ!
তবে কি এই দেশ চলে যাবে সেই কংকালের অধীনে?
আজ কংকালগুলোর খুব দাপট দেখছি দেশের সর্বত্র,
তবুও কি হে মানুষ, তোমরা থাকবে চুপচাপ শুয়ে-বসে?
সাইয়িদ রফিকুল হক
০৪/০১/২০২১
সাইয়িদ রফিকুল হক
আজকাল কংকালগুলোর খুব দাপট!
এরা কথা বলছে সদম্ভে উচ্চস্বরে,
আর রক্তমাংসের মানুষগুলো
চুপসে আছে ফাটা বেলুনের মতো!
দেহধারী লোকগুলো জবুথবু হয়ে
দিনশেষে শুধু শরীরের উষ্ণতা খোঁজে।
আর কংকালগুলো সর্বভূকের ন্যায়
আগ্রাসী ক্ষুধায় সাবাড় করছে আমাদের সবকিছু!
নধরকান্তি দেহগুলো বার্ধক্যের আগেই
কেমন করে যেন হয়ে গেছে অসাড়-নিঃসাড়!
হোটেল-রেস্টুরেন্টে দেখি মাংসের দলাদের
কতরকম হৈহুল্লোড়র আর দাপাদাপি!
তারপর তারা দিনশেষে আবার সম্পূর্ণ নিস্তেজ।
কিন্তু কংকালগুলোর কোনো ক্লান্তি নাই,
তাদের চোখেমুখে খুনের নেশা আছে আগের মতো,
আর তারা অবিরামগতিতে দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র।
সেদিন রাস্তায় একটা কংকাল আমাকে দেখে
খুব স্পর্ধাভরে ভাংচি কাটলো কয়েকবার!
তাকে ধরতে পারিনি, সে মিশে গেল ভিড়ের মধ্যে,
আমি তাকিয়ে দেখলাম, আরও কত কংকাল শহরজুড়ে!
মানুষের দেশে মানুষগুলো আজ কীসের নেশায়
কেমন হয়ে গেছে যেন! তারা একেবারে উদভ্রান্ত,
মানুষের অবর্তমানে মাঠ, ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি
এমনকি আমাদের সোনার দেশের ভূখণ্ড দখলের
ভীষণরকম পাঁয়তারা করছে আজ সেই কংকালগুলো।
তাদের চোখেমুখে সাপের মতো কী এক ভয়ংকর জিঘাংসা!
আশা করি, আমাদের দেশটাকে সবাই চিনবেন,
না-চেনার মতো তেমনকিছু নাই পৃথিবীতে কারও,
অনেক রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছিলাম আমরা,
আমাদের মহাত্মা পূর্বপুরুষগণ পবিত্র এক স্বপ্ন দেখে
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লড়েছিলেন দেশের জন্য।
সেইসব পবিত্র আত্মা এখনও আছেন আমাদের হৃদয়ে,
তবে কেন আমরা এখনও ভয় পাই সেই কংকালদের!
আজ তারা ভোলপাল্টে নতুন লেবাসে পুরাতন মদের মতো
জায়েজ হতে চাচ্ছে নতুন কোনো লোভাতুরের বোতলে!
কেউ-কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রচণ্ড শক্তিতে,
কিন্তু এখনও যে ঘুমিয়ে আছে সিংহভাগ মানুষ!
তবে কি এই দেশ চলে যাবে সেই কংকালের অধীনে?
আজ কংকালগুলোর খুব দাপট দেখছি দেশের সর্বত্র,
তবুও কি হে মানুষ, তোমরা থাকবে চুপচাপ শুয়ে-বসে?
সাইয়িদ রফিকুল হক
০৪/০১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিঠুন হোড় ০৯/০১/২০২১নান্দনিক উপস্থাপনা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০১/২০২১beautiful post
-
Md. Rayhan Kazi ০৬/০১/২০২১মুগ্ধতা অপার
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০১/২০২১Nice
-
ফয়জুল মহী ০৪/০১/২০২১নান্দনিক শব্দ চয়ন ,
-
সাখাওয়াত হোসেন ০৪/০১/২০২১অসাধারণ কথামালা হে সুপ্রিয় কবি।