অর্থলোভীর মন
অর্থলোভীর মন
অর্থ-তেলে ঘোরে তোমার মন,
সারাক্ষণ যে খুঁজে ফেরে
টাকাপয়সা ধন।
তোমার মনে বসত করে
আস্ত একটা শয়তান,
যদিও-বা তোমার আছে
অনেক বড় ময়দান।
অর্থ-তেলে ঘোরে তোমার মন,
সারাক্ষণ যে খুঁজে ফেরে
টাকাপয়সা ধন।
তোমার মনে বসত করে
আস্ত একটা শয়তান,
যদিও-বা তোমার আছে
অনেক বড় ময়দান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/১২/২০২০ভালো
-
শাহ্ সাকিরুল ইসলাম ৩১/১২/২০২০''অর্থ-তেলে ঘুরে তোমার মন''
''তোমার মনে বাস করে''
''যদিও বা আছে তোমার ''
লিখলে ভাল হত না ? -
Md. Jahangir Hossain ৩১/১২/২০২০সুন্দর উপলব্ধি।
-
ফয়জুল মহী ৩০/১২/২০২০Excellent writen
-
সাখাওয়াত হোসেন ৩০/১২/২০২০চমৎকার লিখেছেন হে কবি।