ধাক্কা দিয়ো না
ধাক্কা দিয়ো না
সাইয়িদ রফিকুল হক
ধাক্কা দিয়ো না
পাল্টা ধাক্কাটা
সামলাতে যদি না-পারো!
সহ্য করো বেশি
ধৈর্য ধরো খুব
সবকিছুতে হবে তোমার পসার।
মুক্ত রাখো মন
চিত্ত করো শান্ত
জীবন তোমার হবে হাসিখুশি।
ধাক্কা দিয়ো না
ধাক্কা খাবে বেশি
বুদ্ধি করে চলো এই সংসারে।
সাইয়িদ রফিকুল হক
২৮/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
ধাক্কা দিয়ো না
পাল্টা ধাক্কাটা
সামলাতে যদি না-পারো!
সহ্য করো বেশি
ধৈর্য ধরো খুব
সবকিছুতে হবে তোমার পসার।
মুক্ত রাখো মন
চিত্ত করো শান্ত
জীবন তোমার হবে হাসিখুশি।
ধাক্কা দিয়ো না
ধাক্কা খাবে বেশি
বুদ্ধি করে চলো এই সংসারে।
সাইয়িদ রফিকুল হক
২৮/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ৩০/১২/২০২০অসাধারণ।
-
সাখাওয়াত হোসেন ৩০/১২/২০২০অনন্য প্রকাশ হে সুপ্রিয় কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/১২/২০২০দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/১২/২০২০সকল কাজের একটি বিপরীত প্রতিক্রিয়া আছে।
-
ফয়জুল মহী ২৮/১২/২০২০নিপুণতায় সৃজনশীল।