শুধু তোমাদের কোনো লজ্জা নেই
শুধু তোমাদের কোনো লজ্জা নেই
সাইয়িদ রফিকুল হক
তোমাদের মুখে কতদিন শুনেছি:
এই দ্যাশে মানুষ থাকে!
কী জঘন্য এই দেশ!
আমি বলছি শোনো:
এই দেশে মানুষ থাকে,
আর তোমাদের মতো কিছু পশুও।
তবে তোমাদের থাকার কোনো কথা ছিল না এখানে,
আমাদের নেতা খুব বেশি উদার ছিলেন বলে
তোমরা বেঁচে গিয়েছিলে পাইকারি ফাঁসির দড়ি থেকে।
তবুও তোমাদের মনে কোনো অনুশোচনা নেই!
তবুও তোমাদের মনে কোনো দেশপ্রেম নেই!
তবুও তোমাদের মনে কোনো পরিবর্তন নেই!
তবুও তোমাদের একটুও মানুষ হতে সাধ জাগে না!
তোমরা এখনও এই দেশের বুকে নিয়মিত জঞ্জাল।
আরও কিছু নিয়মিত চতুষ্পদ জন্তু
খুব দম্ভভরে দেশের বুকে হাঁটে আর বলে:
দেশের এই ভালো নয়, সেই ভালো নয়,
এদেশের কোনোকিছু ভালো নয়!
আর এদেশের সবকিছু কেন ইউরোপের মতো নয়?
আমরা বলি দেশের অনেককিছুই ভালো,
শুধু তোমাদের মতো পশুগুলো ভালো নয়।
আর ইউরোপ এত উন্নত কেন জানো?
কারণ, ইউরোপে তোমাদের মতো একটাও দ্বিপদ পশু নেই।
সারা ইউরোপ একেবারে তন্ন-তন্ন করে ঘুরে এসো তোমরা
দেখবে সেখানে তোমাদের মতো এত নিমকহারাম
আর অকৃতজ্ঞ কোনো পশু নেই।
তারা দেশের পবিত্র মানচিত্র সযত্নে বুকের ভিতরে রেখেছে,
আর তুমি, তোমরা প্রতিনিয়ত আমাদের দেশের মানচিত্র
ছিন্নভিন্ন করতে চাচ্ছো―তোমাদের সেই পুরোনো নখরাঘাতে!
নিজেরা হয়েছো একেকটা ভয়ংকর শ্বাপদ, হায়েনা, কালসাপ!
আর এই দেশ তোমাদের মতো অগণিত পশুকে ধারণ করেও একদিনে বুঝি হয়ে যাবে সুসভ্য ইউরোপ!
দেখেছি, পৃথিবীতে পশুদেরও লজ্জা আছে
শুধু এই দেশে তোমাদের কোনো লজ্জা নেই।
সাইয়িদ রফিকুল হক
২১/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
তোমাদের মুখে কতদিন শুনেছি:
এই দ্যাশে মানুষ থাকে!
কী জঘন্য এই দেশ!
আমি বলছি শোনো:
এই দেশে মানুষ থাকে,
আর তোমাদের মতো কিছু পশুও।
তবে তোমাদের থাকার কোনো কথা ছিল না এখানে,
আমাদের নেতা খুব বেশি উদার ছিলেন বলে
তোমরা বেঁচে গিয়েছিলে পাইকারি ফাঁসির দড়ি থেকে।
তবুও তোমাদের মনে কোনো অনুশোচনা নেই!
তবুও তোমাদের মনে কোনো দেশপ্রেম নেই!
তবুও তোমাদের মনে কোনো পরিবর্তন নেই!
তবুও তোমাদের একটুও মানুষ হতে সাধ জাগে না!
তোমরা এখনও এই দেশের বুকে নিয়মিত জঞ্জাল।
আরও কিছু নিয়মিত চতুষ্পদ জন্তু
খুব দম্ভভরে দেশের বুকে হাঁটে আর বলে:
দেশের এই ভালো নয়, সেই ভালো নয়,
এদেশের কোনোকিছু ভালো নয়!
আর এদেশের সবকিছু কেন ইউরোপের মতো নয়?
আমরা বলি দেশের অনেককিছুই ভালো,
শুধু তোমাদের মতো পশুগুলো ভালো নয়।
আর ইউরোপ এত উন্নত কেন জানো?
কারণ, ইউরোপে তোমাদের মতো একটাও দ্বিপদ পশু নেই।
সারা ইউরোপ একেবারে তন্ন-তন্ন করে ঘুরে এসো তোমরা
দেখবে সেখানে তোমাদের মতো এত নিমকহারাম
আর অকৃতজ্ঞ কোনো পশু নেই।
তারা দেশের পবিত্র মানচিত্র সযত্নে বুকের ভিতরে রেখেছে,
আর তুমি, তোমরা প্রতিনিয়ত আমাদের দেশের মানচিত্র
ছিন্নভিন্ন করতে চাচ্ছো―তোমাদের সেই পুরোনো নখরাঘাতে!
নিজেরা হয়েছো একেকটা ভয়ংকর শ্বাপদ, হায়েনা, কালসাপ!
আর এই দেশ তোমাদের মতো অগণিত পশুকে ধারণ করেও একদিনে বুঝি হয়ে যাবে সুসভ্য ইউরোপ!
দেখেছি, পৃথিবীতে পশুদেরও লজ্জা আছে
শুধু এই দেশে তোমাদের কোনো লজ্জা নেই।
সাইয়িদ রফিকুল হক
২১/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/১২/২০২০সত্য কথা ভালো লেগেছে।
-
মল্লিকা রায় ২৫/১২/২০২০খুব সুন্দর একটি কবিতা পড়ার সৌভাগ্য হল
অসংখ্য শুভকামনা থাকল কবি। -
সাখাওয়াত হোসেন ২২/১২/২০২০অসাধারণ কথামালা সাজিয়ে অনন্য প্রকাশ হে সুপ্রিয় কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/১২/২০২০অনবদ্য
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১২/২০২০একদম মোক্ষম।
ভীষণ মুগ্ধতা প্রিয় কবি। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১২/২০২০excellent
-
ফয়জুল মহী ২১/১২/২০২০অসাধারণ শব্দ চয়ন। ভালো লাগলো ।