www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনটা যদি কিশোর হতো

মনটা যদি কিশোর হতো
সাইয়িদ রফিকুল হক

মনটা যদি কিশোর হতো! কিংবা আবার যদি ফিরে পেতাম সেই শৈশব! কী যে ভালো হতো তবে! আহঃ সেইসব দিন কেন আসে না আবার ফিরে!

কতদিন ভেবেছি, একদিন সকালে ফিরে যাবো সেই শৈশবে! কী ভালো ছিল সেই সময়! মনে ছিল না কোনো পাপবোধ! ছিল না কোনো লোভ! আর ছিল না কোনো হিংসার ঝুলি! মনটা ছিল সকালের সোনালি রোদের মতো একেবারে আনকোড়া, চকচকে, ঝকঝকে, তকতকে আর পরিচ্ছন্ন! কবে ফিরে পাবো সেই কৈশোর?

মনে তখন কোনো অন্ধকার ছিল না! মনে তখন কোনো রাত হতো না! মনটা ছিল শুধু আলো ঝলমলে উজ্জ্বল দিনের মতো! আহা! সেই শৈশব আবার কবে ফিরে আসবে?

মনটা যদি আবার কিশোর হতো! তবে আর নোবেল প্রাইজটা চাইতাম না! আর চাইতাম না কোনো লোভনীয় কিছু। শুধু সেই শৈশব যদি একবার ফিরে আসতো!


সাইয়িদ রফিকুল হক
২০/১২/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast