মনটা যদি কিশোর হতো
মনটা যদি কিশোর হতো
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি কিশোর হতো! কিংবা আবার যদি ফিরে পেতাম সেই শৈশব! কী যে ভালো হতো তবে! আহঃ সেইসব দিন কেন আসে না আবার ফিরে!
কতদিন ভেবেছি, একদিন সকালে ফিরে যাবো সেই শৈশবে! কী ভালো ছিল সেই সময়! মনে ছিল না কোনো পাপবোধ! ছিল না কোনো লোভ! আর ছিল না কোনো হিংসার ঝুলি! মনটা ছিল সকালের সোনালি রোদের মতো একেবারে আনকোড়া, চকচকে, ঝকঝকে, তকতকে আর পরিচ্ছন্ন! কবে ফিরে পাবো সেই কৈশোর?
মনে তখন কোনো অন্ধকার ছিল না! মনে তখন কোনো রাত হতো না! মনটা ছিল শুধু আলো ঝলমলে উজ্জ্বল দিনের মতো! আহা! সেই শৈশব আবার কবে ফিরে আসবে?
মনটা যদি আবার কিশোর হতো! তবে আর নোবেল প্রাইজটা চাইতাম না! আর চাইতাম না কোনো লোভনীয় কিছু। শুধু সেই শৈশব যদি একবার ফিরে আসতো!
সাইয়িদ রফিকুল হক
২০/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি কিশোর হতো! কিংবা আবার যদি ফিরে পেতাম সেই শৈশব! কী যে ভালো হতো তবে! আহঃ সেইসব দিন কেন আসে না আবার ফিরে!
কতদিন ভেবেছি, একদিন সকালে ফিরে যাবো সেই শৈশবে! কী ভালো ছিল সেই সময়! মনে ছিল না কোনো পাপবোধ! ছিল না কোনো লোভ! আর ছিল না কোনো হিংসার ঝুলি! মনটা ছিল সকালের সোনালি রোদের মতো একেবারে আনকোড়া, চকচকে, ঝকঝকে, তকতকে আর পরিচ্ছন্ন! কবে ফিরে পাবো সেই কৈশোর?
মনে তখন কোনো অন্ধকার ছিল না! মনে তখন কোনো রাত হতো না! মনটা ছিল শুধু আলো ঝলমলে উজ্জ্বল দিনের মতো! আহা! সেই শৈশব আবার কবে ফিরে আসবে?
মনটা যদি আবার কিশোর হতো! তবে আর নোবেল প্রাইজটা চাইতাম না! আর চাইতাম না কোনো লোভনীয় কিছু। শুধু সেই শৈশব যদি একবার ফিরে আসতো!
সাইয়িদ রফিকুল হক
২০/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/১২/২০২০মুগ্ধতা একরাশ
-
Md. Jahangir Hossain ২১/১২/২০২০সুন্দর মনের অনুভূতি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/১২/২০২০সুন্দর অভিব্যক্তি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/১২/২০২০খুব সুন্দর।
-
ফয়জুল মহী ২০/১২/২০২০Fantastic writen