উল্টাপাল্টা―১৫
উল্টাপাল্টা―১৫
সাইয়িদ রফিকুল হক
নিজের চরকা ভুলে তোরা
টানিস কেন পর?
ছন্নছাড়া পাপীর দলে
নিজের চিন্তা কর।
নিজের মুখে গন্ধ শুধু
তবুও পরের দোষ!
যুগজামানায় তোদের বলি
আস্ত বনের মোষ।
পরের খেয়ে পরের ঘরে
দিচ্ছো তুমি আগুন,
পৌষ-মাসেও যে তোমার মনে
তাইতে এতে ফাগুন!
লেবাসধারী-সাধু তুমি
মনে বিরাট লোভ,
রাজক্ষমতার অভাবে যে
জমছে এত ক্ষোভ!
নিজের স্বার্থে ধর্ম তোমার
আজকে বিরাট অস্ত্র,
ধর্মজুজুর গীত গেয়ে তাই
হচ্ছো এখন সশস্ত্র!
ভণ্ডগুলোর মাথায় ছাতা
হাতে টাকার পাহাড়!
এই পশুরা এত সুখে
করছে কেন আহার?
নিজের ভাগ্য নিজে দেখো
ছাড়ো পরের পিছু,
বয়স তোমার অনেক হলেও
বুদ্ধিতে যে শিশু!
সাইয়িদ রফিকুল হক
১৯/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
নিজের চরকা ভুলে তোরা
টানিস কেন পর?
ছন্নছাড়া পাপীর দলে
নিজের চিন্তা কর।
নিজের মুখে গন্ধ শুধু
তবুও পরের দোষ!
যুগজামানায় তোদের বলি
আস্ত বনের মোষ।
পরের খেয়ে পরের ঘরে
দিচ্ছো তুমি আগুন,
পৌষ-মাসেও যে তোমার মনে
তাইতে এতে ফাগুন!
লেবাসধারী-সাধু তুমি
মনে বিরাট লোভ,
রাজক্ষমতার অভাবে যে
জমছে এত ক্ষোভ!
নিজের স্বার্থে ধর্ম তোমার
আজকে বিরাট অস্ত্র,
ধর্মজুজুর গীত গেয়ে তাই
হচ্ছো এখন সশস্ত্র!
ভণ্ডগুলোর মাথায় ছাতা
হাতে টাকার পাহাড়!
এই পশুরা এত সুখে
করছে কেন আহার?
নিজের ভাগ্য নিজে দেখো
ছাড়ো পরের পিছু,
বয়স তোমার অনেক হলেও
বুদ্ধিতে যে শিশু!
সাইয়িদ রফিকুল হক
১৯/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/১২/২০২০খুব ভালো লেখনী
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/১২/২০২০খুব সুন্দর।
-
কুমারেশ সরদার ২০/১২/২০২০বাস্তবতার ছোঁয়া
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১২/২০২০ওদের বুদ্ধি কোনদিন হবে না প্রিয় কবি।
সুন্দর কবিতায় মুগ্ধতা একরাশ। -
ফয়জুল মহী ১৯/১২/২০২০Excellent
-
সাখাওয়াত হোসেন ১৯/১২/২০২০চমৎকার শব্দ চয়ন ও ছন্দময় গাঁথুনি হে সুপ্রিয় কবি।