হায়েনাগুলো আজও হাসে
হায়েনাগুলো আজও হাসে
সাইয়িদ রফিকুল হক
হায়েনাগুলো আবার হাসে!
মাথায় সেই কুবুদ্ধির বীজ!
ওদের মাথায় খেলা করে শয়তান,
আরও কত শয়তান হাসে মনজুড়ে।
বাংলার ভালোমানুষগুলো ভেবেছিল,
ওরা হয়তো পালিয়েছে প্রাণভয়ে!
কিন্তু আবার ফিরে এসেছে সেই হায়েনা
আমাদের সকল শান্তস্নিগ্ধ জনপদে।
আবার ওদের মুখে সেই ধর্মবুলি!
পাকিস্তানি কায়দায় ওরা বলে দেশের কথা।
একাত্তরে খুব মার খেয়েছিল এই পশুগুলো,
সবাই ভেবেছিল, ওরা বুঝি চিরদিন
মাথানিচু করে থাকবে লজ্জায়।
কিন্তু যাদের লজ্জা নেই, তারা কী মানুষ হবে?
আর পশুরা কখনো মানুষ হতে পারে না।
হায়েনাগুলো আজও হাসে
সেই আগের মতো দাঁতমুখ খিঁচিয়ে!
এরা এখন আমাদের দেশের ভাগ চায়!
নাগরিক অধিকার চায়!
মানুষের মতো অধিকার চায়!
কিন্তু ওরা রাষ্ট্র মানে না,
তবুও আমাদের রাষ্ট্রে বসবাস করতে চায়!
এমন আজবজাতের হায়েনা
শুধু আমাদের দেশেই পাওয়া যায়।
বিনাপরিশ্রমে আর বসে-বসে খেতে-খেতে
মুখচেনা বিষাক্ত হায়েনাগুলোর শরীরে
দিনে-দিনে জমেছে অনেক বেশি চর্বি!
এদের মাথায় আজও মগজের চেয়ে বিষ্ঠা বেশি!
তাইতে এরা খেলতে চায় আমাদের দেশটাকে নিয়ে।
কোথায় আছে দেশের সেইসব সোনার মানুষ?
আরেকবার রুখে দাঁড়াও সবাই হায়েনাবধে।
সাইয়িদ রফিকুল হক
১৮/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
হায়েনাগুলো আবার হাসে!
মাথায় সেই কুবুদ্ধির বীজ!
ওদের মাথায় খেলা করে শয়তান,
আরও কত শয়তান হাসে মনজুড়ে।
বাংলার ভালোমানুষগুলো ভেবেছিল,
ওরা হয়তো পালিয়েছে প্রাণভয়ে!
কিন্তু আবার ফিরে এসেছে সেই হায়েনা
আমাদের সকল শান্তস্নিগ্ধ জনপদে।
আবার ওদের মুখে সেই ধর্মবুলি!
পাকিস্তানি কায়দায় ওরা বলে দেশের কথা।
একাত্তরে খুব মার খেয়েছিল এই পশুগুলো,
সবাই ভেবেছিল, ওরা বুঝি চিরদিন
মাথানিচু করে থাকবে লজ্জায়।
কিন্তু যাদের লজ্জা নেই, তারা কী মানুষ হবে?
আর পশুরা কখনো মানুষ হতে পারে না।
হায়েনাগুলো আজও হাসে
সেই আগের মতো দাঁতমুখ খিঁচিয়ে!
এরা এখন আমাদের দেশের ভাগ চায়!
নাগরিক অধিকার চায়!
মানুষের মতো অধিকার চায়!
কিন্তু ওরা রাষ্ট্র মানে না,
তবুও আমাদের রাষ্ট্রে বসবাস করতে চায়!
এমন আজবজাতের হায়েনা
শুধু আমাদের দেশেই পাওয়া যায়।
বিনাপরিশ্রমে আর বসে-বসে খেতে-খেতে
মুখচেনা বিষাক্ত হায়েনাগুলোর শরীরে
দিনে-দিনে জমেছে অনেক বেশি চর্বি!
এদের মাথায় আজও মগজের চেয়ে বিষ্ঠা বেশি!
তাইতে এরা খেলতে চায় আমাদের দেশটাকে নিয়ে।
কোথায় আছে দেশের সেইসব সোনার মানুষ?
আরেকবার রুখে দাঁড়াও সবাই হায়েনাবধে।
সাইয়িদ রফিকুল হক
১৮/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মাহাবুবুর রহমান পথিক ২১/১২/২০২০Nice poem
-
Md. Rayhan Kazi ১৯/১২/২০২০সুন্দর লেখনী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/১২/২০২০wonderful
-
ফয়জুল মহী ১৮/১২/২০২০Wonderful writen
-
Rabia Onti ১৮/১২/২০২০সুন্দর