www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছুই বলবো না

কিছুই বলবো না
সাইয়িদ রফিকুল হক

কিছুই বলবো না আর
দেখবো শুধু চেয়ে,
দেখি, তোমরা কত বাড়তে পারো!
তোমাদের ভাণ্ডারে আছে কত শয়তানি!
তোমাদের চেহারা দেখলে এখন
তীব্র ঘৃণায় মানুষ ফেলে অনবরত থুথু,
তবুও তোমাদের বোধোদয় হয় না একটুও!

তোমরা এমনই নিষ্ঠুর যে তোমাদের কথা শুনে
হাসে শুধু চেঙ্গিস, হালাকু, নাদির শাহ আর তৈমুর লঙ্গ!
তোমরা এখন নমরুদ, ফিরআউনের চেয়েও...
শয়তানিতে তোমরা আজ বহুদূর অগ্রসর হয়েছো!
তোমাদের আদিপিতা ইবলিশ শয়তান বিরাট গর্বে
তোমাদের এহেন অপকর্মে অট্টহাসিতে ফেটে পড়ে!
তোমাদের পাপ আকাশ ছুঁয়েছে! তবুও তোমরা এখনও
নিজেদের দোষমুক্তির পক্ষে গেয়ে যাচ্ছো সেই গান!
ধর্মের লেবাসে তোমরা ঢাকতে চাও নিজেদের সব পাপ!
কিন্তু ধর্ম তোমাদের পাশে আজ থাকবে কীভাবে?

পৃথিবীর সকল পাপে তোমরা রয়েছো এগিয়ে,
তোমাদের হাতে লেগে আছে মানুষের তরতাজা রক্ত,
তবুও তোমরা নাকি পরহেজগার আর খুব ধার্মিক!
মানুষহত্যা করে ধর্মপালন করে কী লাভ পৃথিবীতে?
মানুষের রক্তে তোমাদের আত্মা ফেটে পড়ে হাসিতে!
তোমরা আজ এমনই অমানুষ আর খুব পাশবিক!
তবুও তোমাদের উদ্দেশ্যে কিছুই বলবো আজ আর,
দেখি, তোমরা এভাবে শয়তানি করে কতদূর যেতে পারো,
তবে তোমাদের এই শয়তানি একদিন শেষ হবেই হবে
প্রকৃতির প্রতিশোধ তোমাদের গিলে খাবে শিকড়সুদ্ধ।


সাইয়িদ রফিকুল হক
১৭/১২/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Rabia Onti ১৮/১২/২০২০
    চমৎকার
  • সাখাওয়াত হোসেন ১৮/১২/২০২০
    দারুণ মনোমুগ্ধকর লেখনি হে সুপ্রিয় কবি।
    শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরত।
  • বিশ্বামিত্র ১৮/১২/২০২০
    সুন্দর প্রতিবাদ।খুব ভাল।
  • ভালো।
  • চমৎকার।
  • সাখাওয়াত হোসেন ১৮/১২/২০২০
    দারুণ মনোমুগ্ধকর লেখনি হে সুপ্রিয় কবি।
  • পি পি আলী আকবর ১৮/১২/২০২০
    ভালো
  • ফয়জুল মহী ১৭/১২/২০২০
    দারুণ ভাবনার পরিপক্ক উপস্থাপন ।
 
Quantcast