মানুষগুলো কেমন যেন
মানুষগুলো কেমন যেন
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন
হচ্ছে পশুর মতো!
শয়তানিতে মত্ত হয়ে
হচ্ছে পাপে নত!
ভালোকিছু বললে তবুও
শোনে নাতো কেহ,
এখনও যে গায়গতরে
শক্ত আছে দেহ!
টাকার বড়াই, বংশ-বড়াই
চলছে সমানতালে,
চুরি করেও এখনও যে
হচ্ছে ধনী হালে!
কতরকম ব্যবসা আছে
ধর্মব্যবসা আগে,
হিসাবনিকাশ করছে শুধু
কত পড়বে ভাগে!
কোথায় আছে নিখাদ প্রেম যে!
কোথায় ভালোবাসা?
এমন ধাঁচের মানুষ হলে
মিটবে জাতির আশা?
সাইয়িদ রফিকুল হক
১৬/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন
হচ্ছে পশুর মতো!
শয়তানিতে মত্ত হয়ে
হচ্ছে পাপে নত!
ভালোকিছু বললে তবুও
শোনে নাতো কেহ,
এখনও যে গায়গতরে
শক্ত আছে দেহ!
টাকার বড়াই, বংশ-বড়াই
চলছে সমানতালে,
চুরি করেও এখনও যে
হচ্ছে ধনী হালে!
কতরকম ব্যবসা আছে
ধর্মব্যবসা আগে,
হিসাবনিকাশ করছে শুধু
কত পড়বে ভাগে!
কোথায় আছে নিখাদ প্রেম যে!
কোথায় ভালোবাসা?
এমন ধাঁচের মানুষ হলে
মিটবে জাতির আশা?
সাইয়িদ রফিকুল হক
১৬/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৯/১২/২০২০মুগ্ধতা এক আকাশ
-
সাখাওয়াত হোসেন ১৮/১২/২০২০চমৎকার ছন্দময় লেখনি হে সুপ্রিয় কবি
-
Md. Jahangir Hossain ১৮/১২/২০২০বাস্তব কথা ফুটে উঠেছে।
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/১২/২০২০যেন কালের বিপর্যয় প্রিয় কবি।
নেই আশা নেই ভালোবাসা। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/১২/২০২০beautiful
-
ফয়জুল মহী ১৬/১২/২০২০বেশ চমৎকার