পাখিটা
পাখিটা
সাইয়িদ রফিকুল হক
পাখিটা কোথায় বসে রয়েছে
কেউ তা জানে না!
সময় হইলে পাখিটা আর
দেহে থাকবে না!
দেহ থেকে কবে উড়বে পাখিটা
কেউ তা ভাবে না!
জীবনের শেষ কীভাবে হবে
মানুষ জানে না।
পাখিটা যে কাঁদে মানুষের দুঃখে
মানুষ তবু হাসে!
দেহের মায়ায় সব মানুষের
চোখে স্বর্গ ভাসে!
সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০২০
১২/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
পাখিটা কোথায় বসে রয়েছে
কেউ তা জানে না!
সময় হইলে পাখিটা আর
দেহে থাকবে না!
দেহ থেকে কবে উড়বে পাখিটা
কেউ তা ভাবে না!
জীবনের শেষ কীভাবে হবে
মানুষ জানে না।
পাখিটা যে কাঁদে মানুষের দুঃখে
মানুষ তবু হাসে!
দেহের মায়ায় সব মানুষের
চোখে স্বর্গ ভাসে!
সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০২০
১২/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৪/১২/২০২০অনন্য সৃজন
-
পি পি আলী আকবর ১৪/১২/২০২০ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/১২/২০২০আত্মাটা এক পাখি।
-
ফয়জুল মহী ১২/১২/২০২০দারুন উপস্থাপন