ফুলগুলো সব যাচ্ছে ঝরে
ফুলগুলো সব যাচ্ছে ঝরে
ফুলগুলো সব যাচ্ছে ঝরে
কাঁটার অত্যাচারে!
ভালোমানুষ মরছে এখন
বিনয়-ব্যভিচারে।
দেশের বুকে গভীর ক্ষত
ঢাকবে এবার কীসে?
জাতির ভাগ্য যাচ্ছে ডুবে
শয়তানিতে মিশে!
ফুলগুলো সব যাচ্ছে ঝরে
কাঁটার অত্যাচারে!
ভালোমানুষ মরছে এখন
বিনয়-ব্যভিচারে।
দেশের বুকে গভীর ক্ষত
ঢাকবে এবার কীসে?
জাতির ভাগ্য যাচ্ছে ডুবে
শয়তানিতে মিশে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/১২/২০২০সুন্দর ভাবনা।
-
ফয়জুল মহী ০৯/১২/২০২০দারুণ হয়েছে
-
Md. Jahangir Hossain ০৯/১২/২০২০ধ্রুব সত্য।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/১২/২০২০ভাই, আসল কথা।