থুথু ফেলার পাত্রগুলো
থুথু ফেলার পাত্রগুলো
সাইয়িদ রফিকুল হক
থুথু ফেলার পাত্রগুলো যে
হাসে এখন খুব জোরসে!
ভেজালকারী কেনে নতুন
নকশিআঁকা জায়নামাজ!
ধর্মতলার পুণ্য মাটিতে
হেঁটে বেড়ায় রামছাগলে!
মানুষগুলো মৃত এখন
সজীব হচ্ছে ভাগাড়-পশু!
ময়লাখানা দামি হোটেল
হচ্ছে কারও পদধূলিতে!
থুথু ফেলার পাত্রগুলো যে
গন্ধ ছড়ায় মানবমনে।
কেউ দেখে না পাশবিকতা
সবার কোলে দুলছে পশু!
সাইয়িদ রফিকুল হক
০৮/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
থুথু ফেলার পাত্রগুলো যে
হাসে এখন খুব জোরসে!
ভেজালকারী কেনে নতুন
নকশিআঁকা জায়নামাজ!
ধর্মতলার পুণ্য মাটিতে
হেঁটে বেড়ায় রামছাগলে!
মানুষগুলো মৃত এখন
সজীব হচ্ছে ভাগাড়-পশু!
ময়লাখানা দামি হোটেল
হচ্ছে কারও পদধূলিতে!
থুথু ফেলার পাত্রগুলো যে
গন্ধ ছড়ায় মানবমনে।
কেউ দেখে না পাশবিকতা
সবার কোলে দুলছে পশু!
সাইয়িদ রফিকুল হক
০৮/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ০৯/১২/২০২০ঠিক তাই।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/১২/২০২০ঠিক তাই।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১২/২০২০ভালো
-
ফয়জুল মহী ০৮/১২/২০২০Right
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/১২/২০২০একবারে সত্যি কথা ভাই।