শত্রুগুলো চিনতে হবে
শত্রুগুলো চিনতে হবে
সাইয়িদ রফিকুল হক
শত্রুগুলো চিনতে হবে
শত্রু এখন বেশি,
আমার খেয়ে আমার বুকে
ওরা ফুলায় পেশী!
ঘরের ভিতর শত্রু রেখে
শান্তি পাবে কীসে?
এদের এখন চিনতে হবে
মারতে হবে পিষে।
কালসাপেরা ছোবল মারে
একটু সুযোগ পেলে,
লাভ কী হবে এদের সাথে
আধাআধি খেলে?
তারচে ভালো শত্রুনিধন
করো চিরতরে,
গুষ্টিসুদ্ধ উপড়ে ফেল
এদের শিকড়ধরে।
শত্রুগুলো চিনতে হবে
এটাই বড় কাজ,
শত্রুনিধন অভিযানে
শামিল হও রে আজ।
সাইয়িদ রফিকুল হক
০৬/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
শত্রুগুলো চিনতে হবে
শত্রু এখন বেশি,
আমার খেয়ে আমার বুকে
ওরা ফুলায় পেশী!
ঘরের ভিতর শত্রু রেখে
শান্তি পাবে কীসে?
এদের এখন চিনতে হবে
মারতে হবে পিষে।
কালসাপেরা ছোবল মারে
একটু সুযোগ পেলে,
লাভ কী হবে এদের সাথে
আধাআধি খেলে?
তারচে ভালো শত্রুনিধন
করো চিরতরে,
গুষ্টিসুদ্ধ উপড়ে ফেল
এদের শিকড়ধরে।
শত্রুগুলো চিনতে হবে
এটাই বড় কাজ,
শত্রুনিধন অভিযানে
শামিল হও রে আজ।
সাইয়িদ রফিকুল হক
০৬/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ০৮/১২/২০২০খুব ভালো বলেছেন
-
এম. মাহবুব মুকুল ০৭/১২/২০২০দারুণ!
শত্রু চিনতে হবে! -
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/১২/২০২০খুব সুন্দর।
-
পি পি আলী আকবর ০৭/১২/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০৬/১২/২০২০Wonderful pome