একাত্তরে মার খেয়েছিস
একাত্তরে মার খেয়েছিস
সাইয়িদ রফিকুল হক
একাত্তরে মার খেয়েছিস
তোদের কি নাই লজ্জা?
এখনও যে পাকির বেশে
দেখি কত সজ্জা!
মানুষ তোরা হবি নাতো
থাকবি চিরপশু,
বলাৎকারে মারিস কেন
কোমলমতি শিশু?
লেবাসধারী পশু হয়ে
ঘুরিস কেন সুখে?
ধর্মবেচে খেয়ে যাবি
তোরা পাপের মুখে।
ব্যবসাপাতি আগের মতো
চলছে না আর বুঝি!
ধান্দাবাজির পথ ধরে তাই
খুঁজছো রুটি-রুজি!
একাত্তরে মার খেয়েছিস
ব্যথা যে তাই বুকে,
দেশবিরোধী পাপের কথা
যাচ্ছো গেয়ে সুখে।
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
একাত্তরে মার খেয়েছিস
তোদের কি নাই লজ্জা?
এখনও যে পাকির বেশে
দেখি কত সজ্জা!
মানুষ তোরা হবি নাতো
থাকবি চিরপশু,
বলাৎকারে মারিস কেন
কোমলমতি শিশু?
লেবাসধারী পশু হয়ে
ঘুরিস কেন সুখে?
ধর্মবেচে খেয়ে যাবি
তোরা পাপের মুখে।
ব্যবসাপাতি আগের মতো
চলছে না আর বুঝি!
ধান্দাবাজির পথ ধরে তাই
খুঁজছো রুটি-রুজি!
একাত্তরে মার খেয়েছিস
ব্যথা যে তাই বুকে,
দেশবিরোধী পাপের কথা
যাচ্ছো গেয়ে সুখে।
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০২/১২/২০২০খুব সুন্দর
-
কুমারেশ সরদার ০২/১২/২০২০শাবাশ
-
ন্যান্সি দেওয়ান ০২/১২/২০২০Sundor