উল্টাপাল্টা―১৪
উল্টাপাল্টা―১৪
সাইয়িদ রফিকুল হক
লজ্জাহীনের দরবারে আজ
জমছে ভীষণ ভিড়,
ভণ্ডগুলোই মূর্খলোকের
অনেক বড় পীর!
পাগলগুলো ছাগল হয়ে
খাচ্ছে জাতির ঘাস!
অধমগুলোর বক্ষজুড়ে
শয়তানেরই বাস।
কোথায় যাবে ভালোমানুষ
চারদিকে যে বিপদ!
কলিকালে মানুষজনের
কমছে নাতো আপদ।
পাপীর মুখে ধর্মকথা
শুনছে আরেক পাপী,
ধর্ম নিয়ে ভণ্ডরা যে
করছে দাপাদাপি!
যুগে-যুগে পাপ জমেছে
আজকে আরও বেশি,
সত্যকথা শোনার পরেই
ভণ্ড ফুলায় পেশী।
সাইয়িদ রফিকুল হক
০১/১২/২০২০
সাইয়িদ রফিকুল হক
লজ্জাহীনের দরবারে আজ
জমছে ভীষণ ভিড়,
ভণ্ডগুলোই মূর্খলোকের
অনেক বড় পীর!
পাগলগুলো ছাগল হয়ে
খাচ্ছে জাতির ঘাস!
অধমগুলোর বক্ষজুড়ে
শয়তানেরই বাস।
কোথায় যাবে ভালোমানুষ
চারদিকে যে বিপদ!
কলিকালে মানুষজনের
কমছে নাতো আপদ।
পাপীর মুখে ধর্মকথা
শুনছে আরেক পাপী,
ধর্ম নিয়ে ভণ্ডরা যে
করছে দাপাদাপি!
যুগে-যুগে পাপ জমেছে
আজকে আরও বেশি,
সত্যকথা শোনার পরেই
ভণ্ড ফুলায় পেশী।
সাইয়িদ রফিকুল হক
০১/১২/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ০২/১২/২০২০বাস্তব সত্যের বহিঃপ্রকাশ
-
Md. Jahangir Hossain ০২/১২/২০২০খাঁটি চিন্তা ভাবনা।
-
ন্যান্সি দেওয়ান ০২/১২/২০২০Darun
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১২/২০২০একদম সত্যি কথা বলেছেন। ধন্যবাদ।
-
ফয়জুল মহী ০১/১২/২০২০অনন্য ভাবনা