উল্টাপাল্টা―১৩
উল্টাপাল্টা―১৩
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলোও হাঁটছে এখন
ধর্মপুরের মাঠে,
জায়গা ছেড়ে গলাবাজি
করছে তারা হাটে!
মনগড়া সব কথা বলে
করছে ভীষণ পাপ,
একাত্তরে এরাই ছিল
দেশের বড় সাপ!
কালসাপেরাও সাধু সেজে
হাসছে লোকালয়ে,
ভালোমানুষ দ্বার খোলে না
আজকে এদের ভয়ে!
পাতকগুলো গলা ফাটায়
মিথ্যাকথা বলে,
ভণ্ডগুলো তাই না শুনে
ভাসে চোখের জলে!
আজবদেশে রঙ-বেরঙের
জমছে কত মেলা,
ভণ্ডগুলো বুকফুলিয়ে
দেখায় পাপের খেলা!
সাইয়িদ রফিকুল হক
২৯/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলোও হাঁটছে এখন
ধর্মপুরের মাঠে,
জায়গা ছেড়ে গলাবাজি
করছে তারা হাটে!
মনগড়া সব কথা বলে
করছে ভীষণ পাপ,
একাত্তরে এরাই ছিল
দেশের বড় সাপ!
কালসাপেরাও সাধু সেজে
হাসছে লোকালয়ে,
ভালোমানুষ দ্বার খোলে না
আজকে এদের ভয়ে!
পাতকগুলো গলা ফাটায়
মিথ্যাকথা বলে,
ভণ্ডগুলো তাই না শুনে
ভাসে চোখের জলে!
আজবদেশে রঙ-বেরঙের
জমছে কত মেলা,
ভণ্ডগুলো বুকফুলিয়ে
দেখায় পাপের খেলা!
সাইয়িদ রফিকুল হক
২৯/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১১/২০২০সুন্দর।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/১১/২০২০ভালো
-
ফয়জুল মহী ২৯/১১/২০২০Fantastic