কষ্টগুলো সহ্য করো
কষ্টগুলো সহ্য করো
সাইয়িদ রফিকুল হক
একজীবনে দুঃখ আছে
আরেক জীবন বাকি,
ধৈর্য তোমার কমে গেলে
দুই জীবনই ফাঁকি!
কষ্টগুলো সইতে হবে
দুঃখ দেখে হাসো,
পরের সেবায় ডুবে তুমি
অনেক সুখে ভাসো।
মানুষ হলে দুঃখগুলো
রাখবে তুমি ঢেকে,
পরের কাছে দুঃখ বলে
কষ্ট আনবে ডেকে?
মানুষজনে দুঃখ শুনে
হাসবে কত সুখে,
দুঃখ আরও বাড়বে যে ভাই
তোমার কষ্ট-মুখে!
কষ্টগুলো সহ্য করো
ভাগ্য তোমার হাসবে,
দুঃখের প্রদীপ নিভে গেলে
সুখ যে তোমার হাসবে!
এই দুনিয়ায় মনের মানুষ
কোথায় পাবে ভাই?
কষ্টগুলো আপন ভেবে
সুখে থাকো তাই।
সাইয়িদ রফিকুল হক
২৮/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
একজীবনে দুঃখ আছে
আরেক জীবন বাকি,
ধৈর্য তোমার কমে গেলে
দুই জীবনই ফাঁকি!
কষ্টগুলো সইতে হবে
দুঃখ দেখে হাসো,
পরের সেবায় ডুবে তুমি
অনেক সুখে ভাসো।
মানুষ হলে দুঃখগুলো
রাখবে তুমি ঢেকে,
পরের কাছে দুঃখ বলে
কষ্ট আনবে ডেকে?
মানুষজনে দুঃখ শুনে
হাসবে কত সুখে,
দুঃখ আরও বাড়বে যে ভাই
তোমার কষ্ট-মুখে!
কষ্টগুলো সহ্য করো
ভাগ্য তোমার হাসবে,
দুঃখের প্রদীপ নিভে গেলে
সুখ যে তোমার হাসবে!
এই দুনিয়ায় মনের মানুষ
কোথায় পাবে ভাই?
কষ্টগুলো আপন ভেবে
সুখে থাকো তাই।
সাইয়িদ রফিকুল হক
২৮/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১১/২০২০
-
শ.ম. শহীদ ২৯/১১/২০২০খুব সুন্দর লিখেছেন সম্মানিত কবি।
-
নুরনবী সরকার ২৯/১১/২০২০সুন্দর লিখেছেন
-
ফয়জুল মহী ২৮/১১/২০২০Excellent
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/১১/২০২০মনের মানুষ পাওয়া কঠিন।
আত্মতুষ্টিতেই জীবনের সুখ।