হারাম কেন খাবি
হারাম কেন খাবি?
সাইয়িদ রফিকুল হক
হারাম কেন খাবি রে তুই?
তুই না মুসলমান!
ঈমান যদি একটু থাকে
হও রে আজই সাবধান।
তোমার জন্য আসল মুসলিম
পড়ছে ভীষণ লজ্জায়,
ভিতর-পশু দাও তাড়িয়ে
লাভ হবে না সজ্জায়।
হালালধরে হালাল-খেয়ে
দিনটা করো পার,
নইলে তুমি পরকালে
পাবে নাকো ছাড়।
হারাম-খেয়ে গায়ে যদি
জমে তোমার চর্বি,
ভীষণ পাপে জাহান্নামে
তুই যে পুড়ে মরবি।
কবর-আজাব ভুলে গিয়ে
কেমনে খাবে ঘুষ?
দম ফুরালে তুই না পাপী
একনিমিষেই ঠুস!
অল্পে তুমি তুষ্ট হবে
এই না হলে মুসলমান?
লোভে পড়ে কেউ হয়ো না
ভণ্ড-পাপী বেঈমান।
সাইয়িদ রফিকুল হক
১৪/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
হারাম কেন খাবি রে তুই?
তুই না মুসলমান!
ঈমান যদি একটু থাকে
হও রে আজই সাবধান।
তোমার জন্য আসল মুসলিম
পড়ছে ভীষণ লজ্জায়,
ভিতর-পশু দাও তাড়িয়ে
লাভ হবে না সজ্জায়।
হালালধরে হালাল-খেয়ে
দিনটা করো পার,
নইলে তুমি পরকালে
পাবে নাকো ছাড়।
হারাম-খেয়ে গায়ে যদি
জমে তোমার চর্বি,
ভীষণ পাপে জাহান্নামে
তুই যে পুড়ে মরবি।
কবর-আজাব ভুলে গিয়ে
কেমনে খাবে ঘুষ?
দম ফুরালে তুই না পাপী
একনিমিষেই ঠুস!
অল্পে তুমি তুষ্ট হবে
এই না হলে মুসলমান?
লোভে পড়ে কেউ হয়ো না
ভণ্ড-পাপী বেঈমান।
সাইয়িদ রফিকুল হক
১৪/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/১১/২০২০চমৎকার কথা।
-
ফয়জুল মহী ২২/১১/২০২০পড়ে আকৃষ্ট হলাম।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/১১/২০২০হারাম খাওয়া ঠিক নয়,
তবে হবে জীবনের জয়।