হলুদ পাতার মতো ঝরে গেলে
হলুদ পাতার মতো ঝরে গেলে
সাইয়িদ রফিকুল হক
হলুদ পাতার মতো ঝরে গেলে একদিন
খুব খুশি হবে তুমি! শান্তি পাবে অন্তরে!
কেউ তোমাকে কখনো জ্বালাবে না আর
জ্বালাতন করবে না কোনো সকাল-দুপুরে!
খুব আয়েশি ভঙ্গিতে নরম রোদে বসে
তুমি খেতে পারবে তোমার প্রিয় কফি!
হলুদ পাতার মতো টুপ করে একদিন
হয়তো ঝরেই যাবো পৃথিবীর মায়া ছেড়ে!
তখন তুমি আবার ডেকো নাকো আমার
নাম ধরে বারেবারে, কোনো করুণসুরে!
সবাই তো ঝরে যাবে সময় ঘনিয়ে এলে,
একদিন সকলেই হলুদ পাতা হবে
কেউ জানবে না তার ঝরে যাওয়ার কথা!
শুধু তার স্বপ্নগুলো রয়ে যাবে সবুজ হয়ে।
সাইয়িদ রফিকুল হক
২০/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
হলুদ পাতার মতো ঝরে গেলে একদিন
খুব খুশি হবে তুমি! শান্তি পাবে অন্তরে!
কেউ তোমাকে কখনো জ্বালাবে না আর
জ্বালাতন করবে না কোনো সকাল-দুপুরে!
খুব আয়েশি ভঙ্গিতে নরম রোদে বসে
তুমি খেতে পারবে তোমার প্রিয় কফি!
হলুদ পাতার মতো টুপ করে একদিন
হয়তো ঝরেই যাবো পৃথিবীর মায়া ছেড়ে!
তখন তুমি আবার ডেকো নাকো আমার
নাম ধরে বারেবারে, কোনো করুণসুরে!
সবাই তো ঝরে যাবে সময় ঘনিয়ে এলে,
একদিন সকলেই হলুদ পাতা হবে
কেউ জানবে না তার ঝরে যাওয়ার কথা!
শুধু তার স্বপ্নগুলো রয়ে যাবে সবুজ হয়ে।
সাইয়িদ রফিকুল হক
২০/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/১১/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/১১/২০২০good post
-
ফয়জুল মহী ২০/১১/২০২০মনলোভা চয়ন, ভালো লাগা অপরিসীম ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/১১/২০২০হলুদ পাতার মত ঝরে যেতে হবে একদিন সবাইকে এ পৃথিবীর মায়া ছেড়ে।
তাই সব সময় প্রস্তুত থাকা দরকার।