জীবন একটা রঙ্গ
জীবন একটা রঙ্গ
সাইয়িদ রফিকুল হক
কখনো ভাবিনি তোমাকে ভুলবো,
আশা থাকতেও তোমাকে ছাড়বো!
জীবনের খেলা মেটে নাকো সুখে,
তাইতে দেখেছি হাসি আসে দুঃখে!
জীবনের রঙ্গে ফোটে নাকো ফুল,
বালুচরে গিয়ে ভাঙে সব ভুল!
জীবন একটা ভয়ানক রঙ্গ,
সুখ-শান্তি তাই দেয় নাতো সঙ্গ!
জীবন কাঁদে যে জীবনের দুঃখে
শত বেদনায় ভাষা নাই মুখে!
মরা গাছে দেখি তবু ফোটে ফুল!
আশা শুষে নেয় জীবনের ভুল।
সাইয়িদ রফিকুল হক
১৯/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
কখনো ভাবিনি তোমাকে ভুলবো,
আশা থাকতেও তোমাকে ছাড়বো!
জীবনের খেলা মেটে নাকো সুখে,
তাইতে দেখেছি হাসি আসে দুঃখে!
জীবনের রঙ্গে ফোটে নাকো ফুল,
বালুচরে গিয়ে ভাঙে সব ভুল!
জীবন একটা ভয়ানক রঙ্গ,
সুখ-শান্তি তাই দেয় নাতো সঙ্গ!
জীবন কাঁদে যে জীবনের দুঃখে
শত বেদনায় ভাষা নাই মুখে!
মরা গাছে দেখি তবু ফোটে ফুল!
আশা শুষে নেয় জীবনের ভুল।
সাইয়িদ রফিকুল হক
১৯/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/১১/২০২০জীবন একটা রঙ্গমঞ্চ। নাটক শেষে চলে যেতে হবে চিরতরে।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/১১/২০২০ঠিক তাই।
-
আব্দুর রহমান আনসারী ২০/১১/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৯/১১/২০২০অনুপম রচিত । ভীষণ ভালো লেগেছে ।