ভালোবাসা সস্তা এখন
ভালোবাসা সস্তা এখন
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসা সস্তা এখন
টাকায় কেনা যায়,
প্রেমিকজনের টিকে থাকা
আজকে বড় দায়।
সবখানে যে নকলকিছু
আসল পাওয়া মুশকিল!
ভালোমানুষ হৃদয়ঘরে
দিচ্ছে বুঝি খিল!
কোথায় গেলে মিলবে একটু
নিখাদ ভালোবাসা?
ভাল্লাগেনা এমনতর
মিথ্যাপ্রেমের আশা।
টাকার লোভে মানুষগুলো
যাচ্ছে ভীষণ ক্ষেপে,
এদের কথা শুনলে সবাই
উঠবে কী যে কেঁপে!
মরার কথা কেউ ভাবে না
সবাই চায় যে টাকা,
এই লোভীদের পাপে এখন
কাঁপছে শহর ঢাকা!
কোথাও নাইরে একটু মায়া
একটু স্নেহছায়া!
টাকার লোভে বিসর্জন যে
দিচ্ছে মানুষ হায়া।
ভালোবাসা সস্তা এখন
টাকায় কেনা যায়,
বুকটা আজকে জমাটপাথর
কীই-বা করা যায়?
সাইয়িদ রফিকুল হক
১৮/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসা সস্তা এখন
টাকায় কেনা যায়,
প্রেমিকজনের টিকে থাকা
আজকে বড় দায়।
সবখানে যে নকলকিছু
আসল পাওয়া মুশকিল!
ভালোমানুষ হৃদয়ঘরে
দিচ্ছে বুঝি খিল!
কোথায় গেলে মিলবে একটু
নিখাদ ভালোবাসা?
ভাল্লাগেনা এমনতর
মিথ্যাপ্রেমের আশা।
টাকার লোভে মানুষগুলো
যাচ্ছে ভীষণ ক্ষেপে,
এদের কথা শুনলে সবাই
উঠবে কী যে কেঁপে!
মরার কথা কেউ ভাবে না
সবাই চায় যে টাকা,
এই লোভীদের পাপে এখন
কাঁপছে শহর ঢাকা!
কোথাও নাইরে একটু মায়া
একটু স্নেহছায়া!
টাকার লোভে বিসর্জন যে
দিচ্ছে মানুষ হায়া।
ভালোবাসা সস্তা এখন
টাকায় কেনা যায়,
বুকটা আজকে জমাটপাথর
কীই-বা করা যায়?
সাইয়িদ রফিকুল হক
১৮/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/১১/২০২০ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/১১/২০২০চমৎকার।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/১১/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/১১/২০২০nice
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/১১/২০২০সত্যই বলেছেন কবি।