উল্টাপাল্টা―১২
উল্টাপাল্টা―১২
সাইয়িদ রফিকুল হক
ছাগলগুলো এখন দেখি
খাচ্ছে কত ভাত!
টাকাপয়সার মালিক হওয়ায়
লম্বা এদের হাত!
সবখানে যে এদের দেখি
ভীষণ কালো ছায়া!
দেশের শত্রু দেশের প্রতি
দেখায় কত মায়া!
বাংলাদেশে অনেক জাতের
ছাগল আছে চেনা,
কয়টা টাকা ফেলে দিলে
এদের যায় যে কেনা!
ছাগলগুলো টাকালোভী
আর যে লোভী কামের,
মূর্খমানব পশুর কাছে
এরাই অনেক দামের!
ভাঙাঘরের ছাগল এখন
ঘুমায় সেগুন-খাটে!
কতরকম ধর্মকথা
এরাই বলে মাঠে!
সবার ক্ষেতের বেড়া ভেঙেও
ছাগল এখন ধার্মিক!
মানুষ খুঁজি―মানুষ কোথায়?
সব যে দেখি চার্মিক!
সাইয়িদ রফিকুল হক
১৭/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
ছাগলগুলো এখন দেখি
খাচ্ছে কত ভাত!
টাকাপয়সার মালিক হওয়ায়
লম্বা এদের হাত!
সবখানে যে এদের দেখি
ভীষণ কালো ছায়া!
দেশের শত্রু দেশের প্রতি
দেখায় কত মায়া!
বাংলাদেশে অনেক জাতের
ছাগল আছে চেনা,
কয়টা টাকা ফেলে দিলে
এদের যায় যে কেনা!
ছাগলগুলো টাকালোভী
আর যে লোভী কামের,
মূর্খমানব পশুর কাছে
এরাই অনেক দামের!
ভাঙাঘরের ছাগল এখন
ঘুমায় সেগুন-খাটে!
কতরকম ধর্মকথা
এরাই বলে মাঠে!
সবার ক্ষেতের বেড়া ভেঙেও
ছাগল এখন ধার্মিক!
মানুষ খুঁজি―মানুষ কোথায়?
সব যে দেখি চার্মিক!
সাইয়িদ রফিকুল হক
১৭/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এমরান হোসেন ১৮/১১/২০২০অসাধারণ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/১১/২০২০একদম অসামান্য।
-
লেখক : মেহেদী হাসান রনি ১৭/১১/২০২০সাবলীলতা প্রশংসনীয়
-
ফয়জুল মহী ১৭/১১/২০২০সাবলীল প্রকাশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/১১/২০২০সুন্দর।বেশ!