মনটাকে তুই শক্ত কর
মনটাকে তুই শক্ত কর
সাইয়িদ রফিকুল হক
মনটাকে তুই শক্ত কর
ধরতে হবে হাল,
অনেক পাপী জাতির বুকে
কাটছে আবার খাল!
পাপের বীজে জন্ম হচ্ছে
আবার নতুন পাপ!
দেশটা বুঝি গিলে খাবে
সেই মুখচেনা সাপ!
সাপের মুখে ধর্মকথা
দেশটা যাবে রসাতলে!
সবাই ওঠ রে জেগে আবার
একাত্তরের মহাবলে।
মনটাকে তুই শক্ত কর
যেতে হবে দূরে,
গান যে গাইতে হবে সবার
একাত্তরের সুরে।
সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
মনটাকে তুই শক্ত কর
ধরতে হবে হাল,
অনেক পাপী জাতির বুকে
কাটছে আবার খাল!
পাপের বীজে জন্ম হচ্ছে
আবার নতুন পাপ!
দেশটা বুঝি গিলে খাবে
সেই মুখচেনা সাপ!
সাপের মুখে ধর্মকথা
দেশটা যাবে রসাতলে!
সবাই ওঠ রে জেগে আবার
একাত্তরের মহাবলে।
মনটাকে তুই শক্ত কর
যেতে হবে দূরে,
গান যে গাইতে হবে সবার
একাত্তরের সুরে।
সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৮/১১/২০২০অনন্য লেখনশৈলী
-
আব্দুর রহমান আনসারী ১৭/১১/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/১১/২০২০nice