ভুল কোরো না―২
ভুল কোরো না―২
সাইয়িদ রফিকুল হক
মারেফতের ভেদ জানিস না
চোখের দেখায় করিস শুধু ভুল,
তোর জীবনে ফুটবে নারে
বেহেশতেরই ফুল!
চোখের নেশায় চোখের ভুলে
হচ্ছে কত পাপ!
তোমার বুকে কেমন করে
উঠছে বেড়ে সাপ!
ভুল কোরো না, ভুল কোরো না
মূর্খমানব যারা,
ওই সিরাতুল মুস্তাকিমের
পথে এসো তারা।
অনেক টাকা অনেক বাড়ি
লাগবে নারে কাজে,
পাপ যে লুকায় থাকে দেখি
ধনসম্পদের ভাঁজে!
অন্তরচক্ষু খুলতে হবে
আসতে হবে আলোয়,
নইলে তুমি অন্ধ হয়ে
থাকবে চির-কালোয়!
ভুল কোরো না, ভুল কোরো না
আসতে হবে সত্যে,
তাইলে তুমি আসন পাবে
আল্লাহপ্রভুর মর্ত্যে।
সাইয়িদ রফিকুল হক
১৫/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
মারেফতের ভেদ জানিস না
চোখের দেখায় করিস শুধু ভুল,
তোর জীবনে ফুটবে নারে
বেহেশতেরই ফুল!
চোখের নেশায় চোখের ভুলে
হচ্ছে কত পাপ!
তোমার বুকে কেমন করে
উঠছে বেড়ে সাপ!
ভুল কোরো না, ভুল কোরো না
মূর্খমানব যারা,
ওই সিরাতুল মুস্তাকিমের
পথে এসো তারা।
অনেক টাকা অনেক বাড়ি
লাগবে নারে কাজে,
পাপ যে লুকায় থাকে দেখি
ধনসম্পদের ভাঁজে!
অন্তরচক্ষু খুলতে হবে
আসতে হবে আলোয়,
নইলে তুমি অন্ধ হয়ে
থাকবে চির-কালোয়!
ভুল কোরো না, ভুল কোরো না
আসতে হবে সত্যে,
তাইলে তুমি আসন পাবে
আল্লাহপ্রভুর মর্ত্যে।
সাইয়িদ রফিকুল হক
১৫/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/১১/২০২০সত্য বিনে মুক্তি নেই।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/১১/২০২০খুব সুন্দর।
-
ফয়জুল মহী ১৫/১১/২০২০স্তবক নন্দিত । বেশ ভালো লাগলো