মন ভালো নেই
মন ভালো নেই
সাইয়িদ রফিকুল হক
মন ভালো নেই, মন ভালো নেই
করিস কেন মন?
এই দুনিয়ায় কেউ তো কারও
হয় না চির আপন!
কীসের ব্যথা? কীসের দুঃখ
ভুলে যা না সব,
ক’দিন পরেই সোনার দেহ
হয়ে যাবে শব!
তারচে ভালো তোর যা আছে
তাই নিয়ে তুই হাস্,
এই দুনিয়ায় চিরতরে
কেউ করে না বাস!
লোভআগুনে পুড়িস নারে
মনটা কর্ না খাঁটি,
নইলে তোরে খাবে গিলে
কবরখানার মাটি!
আমল ভালো করতে হবে
তাইলে পাবে ফুল,
একনিমিষে ঝেড়ে ফেল
এই জীবনের ভুল।
মন ভালো নেই, মন ভালো নেই
এত কেন হতাশ?
কখন যেন থেমে যাবে
তোমার-আমার শ্বাস!
সাইয়িদ রফিকুল হক
১৪/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
মন ভালো নেই, মন ভালো নেই
করিস কেন মন?
এই দুনিয়ায় কেউ তো কারও
হয় না চির আপন!
কীসের ব্যথা? কীসের দুঃখ
ভুলে যা না সব,
ক’দিন পরেই সোনার দেহ
হয়ে যাবে শব!
তারচে ভালো তোর যা আছে
তাই নিয়ে তুই হাস্,
এই দুনিয়ায় চিরতরে
কেউ করে না বাস!
লোভআগুনে পুড়িস নারে
মনটা কর্ না খাঁটি,
নইলে তোরে খাবে গিলে
কবরখানার মাটি!
আমল ভালো করতে হবে
তাইলে পাবে ফুল,
একনিমিষে ঝেড়ে ফেল
এই জীবনের ভুল।
মন ভালো নেই, মন ভালো নেই
এত কেন হতাশ?
কখন যেন থেমে যাবে
তোমার-আমার শ্বাস!
সাইয়িদ রফিকুল হক
১৪/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/১১/২০২০wonderful
-
ফয়জুল মহী ১৪/১১/২০২০নান্দনিক লেখনী ।
-
মাহমুদুর রহমান চৌধুরী ফাহিম ১৪/১১/২০২০সুন্দর
-
অমিতাভ স্বর্ণকার ১৪/১১/২০২০খুব সুন্দর