মনটা তোমার
মনটা তোমার
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি দাও উড়িয়ে
দূর সে কোনো তেপান্তরে,
তাইলে তোমার সূক্ষ্ণচিন্তা
জন্ম নিবে মনভিতরে?
মনটা তোমার একটু বাঁধো
একটু খোলো আদর-মেখে,
এই জীবনে অনেককিছু
রাখবে তুমি একটু ঢেকে।
সব কথা কি যায় রে বলা
সবসময়ে সবার কাছে?
মারেফতের নিয়মকানুন
তোমার কি ভাই জানা আছে?
আল্লাহপ্রভু জাহের সদাই
আবার তিনি একটু বাতেন!
প্রশ্ন তোমার জাগে মনে
কেন তিনি গোপন থাকেন?
নিজকে তুমি সবার সামনে
করবে নাকো খোলামেলা,
নইলে তুমি এই জীবনে
খেলবে কেমনে ভাবের খেলা!
মনটা তোমার চাইবে যা-তা
তাই কি তোমার দিতে হবে?
আত্মশাসন জারী করো
শুদ্ধাচারে এসো সবে।
সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি দাও উড়িয়ে
দূর সে কোনো তেপান্তরে,
তাইলে তোমার সূক্ষ্ণচিন্তা
জন্ম নিবে মনভিতরে?
মনটা তোমার একটু বাঁধো
একটু খোলো আদর-মেখে,
এই জীবনে অনেককিছু
রাখবে তুমি একটু ঢেকে।
সব কথা কি যায় রে বলা
সবসময়ে সবার কাছে?
মারেফতের নিয়মকানুন
তোমার কি ভাই জানা আছে?
আল্লাহপ্রভু জাহের সদাই
আবার তিনি একটু বাতেন!
প্রশ্ন তোমার জাগে মনে
কেন তিনি গোপন থাকেন?
নিজকে তুমি সবার সামনে
করবে নাকো খোলামেলা,
নইলে তুমি এই জীবনে
খেলবে কেমনে ভাবের খেলা!
মনটা তোমার চাইবে যা-তা
তাই কি তোমার দিতে হবে?
আত্মশাসন জারী করো
শুদ্ধাচারে এসো সবে।
সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৬/০৪/২০২১Darun
-
Md. Rayhan Kazi ১৫/১১/২০২০অনন্য সৃজন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/১১/২০২০খুব সুন্দর মনোমুগ্ধকর।
-
আব্দুর রহমান আনসারী ১৪/১১/২০২০অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/১১/২০২০nice
-
ফয়জুল মহী ১৩/১১/২০২০বিমোহিত 💙 I
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/১১/২০২০Excellent.