রাসুলপ্রেম
রাসুলপ্রেম
সাইয়িদ রফিকুল হক
(যারা বিপথগামী-মুসলমানদের সমালোচনা করতে গিয়ে
মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল সা.কে সমালোচনা করে
তাদের উদ্দেশে)
আজ তুই ভুলে কীসের মোহে
রাসুলকে দিস গালি?
লাভ নাই কিছু, পাবি হয়তো
সস্তা কয়টা হাততালি!
যাঁর নামে স্বয়ং আল্লাহ পড়েন
কত দরুদ-শরীফ!
কীসে বাধে তোমার এত
তাঁহার করতে তারিফ?
কোথায় ছিলে, কোথায় যাবে?
ভাবো তুমি একবার,
আসল ভুলে নকল ধরে
ভুল করছো বারবার।
তোমার জীবন তোমার হাতে
ভেবো নাকো মূর্খমানব,
তাঁর গজবে শেষ হয়েছে
তোমার চেয়ে বড় দানব!
রাসুলের প্রেম নাইবা যদি
থাকে তোমার মনে,
মুসলিম তুমি সুখ পাবে না
অঢেল অর্থ-ধনে।
আল্লাহ-রাসুল চিরতরে
রাখো তোমার বুকে,
তাঁর কুদরতে দেখবে তোমার
হাসি ফুটবে মুখে।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
(যারা বিপথগামী-মুসলমানদের সমালোচনা করতে গিয়ে
মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল সা.কে সমালোচনা করে
তাদের উদ্দেশে)
আজ তুই ভুলে কীসের মোহে
রাসুলকে দিস গালি?
লাভ নাই কিছু, পাবি হয়তো
সস্তা কয়টা হাততালি!
যাঁর নামে স্বয়ং আল্লাহ পড়েন
কত দরুদ-শরীফ!
কীসে বাধে তোমার এত
তাঁহার করতে তারিফ?
কোথায় ছিলে, কোথায় যাবে?
ভাবো তুমি একবার,
আসল ভুলে নকল ধরে
ভুল করছো বারবার।
তোমার জীবন তোমার হাতে
ভেবো নাকো মূর্খমানব,
তাঁর গজবে শেষ হয়েছে
তোমার চেয়ে বড় দানব!
রাসুলের প্রেম নাইবা যদি
থাকে তোমার মনে,
মুসলিম তুমি সুখ পাবে না
অঢেল অর্থ-ধনে।
আল্লাহ-রাসুল চিরতরে
রাখো তোমার বুকে,
তাঁর কুদরতে দেখবে তোমার
হাসি ফুটবে মুখে।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৩/১১/২০২০সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/১১/২০২০অসাধারণ।খুব সুন্দর।
-
ফয়জুল মহী ১২/১১/২০২০অনবদ্য প্রকাশ কবি, খুব ভালো লাগলো