ঘুরে দাঁড়াও যুবক
ঘুরে দাঁড়াও যুবক
সাইয়িদ রফিকুল হক
বাতাস এলে উড়বে তোমার
খড়কুটো আর চুল,
চারিদিকের ভীষণ পাপে
যাচ্ছে ঝরে ফুল!
তবুও তুমি বসে আছো
কোন্ সে খেয়াল-দোষে!
ভগ্নসমাজ সোজা করো
চালাও চাবুক কষে।
তোমরা হলে তরুণ-যুবক
তোমরা দেশের হাল,
ছিন্ন করো চারিদিকের
ষড়যন্ত্রের জাল।
তোমার হাতে মাদক কেন?
ফেল গাঁজার পুঁটলি,
সমাজটা যে জাগবে না আর
তুই না জেগে উঠলি!
কীসের নেশায় এমন করে
যুবকগুলো বৃদ্ধ!
জ্ঞানবিজ্ঞানে তরুণসমাজ
হবে কবে সমৃদ্ধ?
বেলা অনেক যায় গড়িয়ে
দাঁড়াও যুবক ঘুরে,
গান যে তোমায় গাইতে হবে
বজ্রকঠিন সুরে।
ভাঙা কেল্লা গড়তে হবে
ধরো হেরার রশি,
দেখ্ আকাশে উঠছে আবার
সত্যপথের শশী!
সাইয়িদ রফিকুল হক
১০/১০/২০২০
সাইয়িদ রফিকুল হক
বাতাস এলে উড়বে তোমার
খড়কুটো আর চুল,
চারিদিকের ভীষণ পাপে
যাচ্ছে ঝরে ফুল!
তবুও তুমি বসে আছো
কোন্ সে খেয়াল-দোষে!
ভগ্নসমাজ সোজা করো
চালাও চাবুক কষে।
তোমরা হলে তরুণ-যুবক
তোমরা দেশের হাল,
ছিন্ন করো চারিদিকের
ষড়যন্ত্রের জাল।
তোমার হাতে মাদক কেন?
ফেল গাঁজার পুঁটলি,
সমাজটা যে জাগবে না আর
তুই না জেগে উঠলি!
কীসের নেশায় এমন করে
যুবকগুলো বৃদ্ধ!
জ্ঞানবিজ্ঞানে তরুণসমাজ
হবে কবে সমৃদ্ধ?
বেলা অনেক যায় গড়িয়ে
দাঁড়াও যুবক ঘুরে,
গান যে তোমায় গাইতে হবে
বজ্রকঠিন সুরে।
ভাঙা কেল্লা গড়তে হবে
ধরো হেরার রশি,
দেখ্ আকাশে উঠছে আবার
সত্যপথের শশী!
সাইয়িদ রফিকুল হক
১০/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৩/১১/২০২০ভালো লেখা
-
আব্দুর রহমান আনসারী ১৩/১১/২০২০দারুন লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/১১/২০২০খুব ভালো।
-
কুমারেশ সরদার ১১/১১/২০২০চমৎকার আশাবাদ
-
আব্দুর রহমান আনসারী ১১/১১/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ১০/১১/২০২০সার্থক লেখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/১১/২০২০জাগো যুবক!