জীবনটা যে ভুলে ভরা
জীবনটা যে ভুলে ভরা
সাইয়িদ রফিকুল হক
জীবনটা যে ভুলে ভরা
চিন্তা তবুও নাই!
ভবলীলা সাঙ্গ হলে
কোথায় হবে ঠাঁই?
কাকে তুমি ভাবছো আপন
কাকে করছো পর!
এই দুনিয়ার মায়ায় পড়ে
ভুলছো আসল ঘর।
দিনের সূর্য যাচ্ছে ডুবে
তবুও খেয়াল নাই!
পরকালের পাথেয় তোমার
জোগাড় হলো ভাই?
সাইয়িদ রফিকুল হক
০৮/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
জীবনটা যে ভুলে ভরা
চিন্তা তবুও নাই!
ভবলীলা সাঙ্গ হলে
কোথায় হবে ঠাঁই?
কাকে তুমি ভাবছো আপন
কাকে করছো পর!
এই দুনিয়ার মায়ায় পড়ে
ভুলছো আসল ঘর।
দিনের সূর্য যাচ্ছে ডুবে
তবুও খেয়াল নাই!
পরকালের পাথেয় তোমার
জোগাড় হলো ভাই?
সাইয়িদ রফিকুল হক
০৮/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১১/২০২০ভালো
-
ফয়জুল মহী ০৮/১১/২০২০বেশ ভালো লাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/১১/২০২০জীবনটা আসলেই ভুলে ভরা।