গণতন্ত্র এলো বলে
গণতন্ত্র এলো বলে
সাইয়িদ রফিকুল হক
রাজার ছেলে রাজা হলে রাজ্য হতো শ্মশান,
গণতন্ত্র এলো বলে মানুষ পেল আসান!
আগের যুগে রাজাই ছিল সর্বেসর্বা সকল কাজে,
সব মানুষের ভাগ্যলিপি থাকতো যে তার হাতের ভাঁজে।
মানুষজনের স্বাধীনতা পদদলিত হচ্ছিলো যে খুব,
জানের ভয়ে তবুও মানুষ থাকতো ভীষণ চুপ।
অত্যাচারে দগ্ধ হলেও বলার কিছু ছিল না যে!
রাজাই শুধু ক্ষমতাবান ছিল সকল কাজে।
গণতন্ত্র এলো বলে আজকে মানুষ অনেক স্বাধীন,
তবুও দেখি দেশে-দেশে অনেক মানুষ পরাধীন!
আবার দেখি স্বাধীনতার যথেচ্ছারে হচ্ছে মানুষ উগ্র,
গণতন্ত্রের অবাধ-তাপে দগ্ধ হয় না যেন মানুষ সমগ্র!
সাইয়িদ রফিকুল হক
০৪/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
রাজার ছেলে রাজা হলে রাজ্য হতো শ্মশান,
গণতন্ত্র এলো বলে মানুষ পেল আসান!
আগের যুগে রাজাই ছিল সর্বেসর্বা সকল কাজে,
সব মানুষের ভাগ্যলিপি থাকতো যে তার হাতের ভাঁজে।
মানুষজনের স্বাধীনতা পদদলিত হচ্ছিলো যে খুব,
জানের ভয়ে তবুও মানুষ থাকতো ভীষণ চুপ।
অত্যাচারে দগ্ধ হলেও বলার কিছু ছিল না যে!
রাজাই শুধু ক্ষমতাবান ছিল সকল কাজে।
গণতন্ত্র এলো বলে আজকে মানুষ অনেক স্বাধীন,
তবুও দেখি দেশে-দেশে অনেক মানুষ পরাধীন!
আবার দেখি স্বাধীনতার যথেচ্ছারে হচ্ছে মানুষ উগ্র,
গণতন্ত্রের অবাধ-তাপে দগ্ধ হয় না যেন মানুষ সমগ্র!
সাইয়িদ রফিকুল হক
০৪/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ অমিত হাসান ০৫/১১/২০২০দেশ গোল্লায় গেলে আসবে।
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/১১/২০২০beautiful
-
ফয়জুল মহী ০৪/১১/২০২০সুবিজ্ঞ চয়ন ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/১১/২০২০গণতন্ত্র আমাদের সবসময় কাম্য।