মনটাকে আগে
তুমি শুধু লোকদেখানো
হাত ধুয়ো না সাবান দিয়ে,
মনটা আগে ধৌত করো
পুণ্যটাকে সঙ্গে নিয়ে।
শুধু হাতে পাবে নাকো
মনসৌন্দর্য জীবনভরে!
মনটাকে তাই সাফ করো ভাই
সারাজীবন ধরে।
হাত ধুয়ো না সাবান দিয়ে,
মনটা আগে ধৌত করো
পুণ্যটাকে সঙ্গে নিয়ে।
শুধু হাতে পাবে নাকো
মনসৌন্দর্য জীবনভরে!
মনটাকে তাই সাফ করো ভাই
সারাজীবন ধরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০বাস্তব
-
Md. Jahangir Hossain ০৪/১১/২০২০মনোমুগ্ধকর লেখনী।
-
আবু বক্কর ০৪/১১/২০২০দারুণ সৃষ্টির প্রয়াস
-
ফয়জুল মহী ০৪/১১/২০২০অতুলীয় ভাবনা
-
শ.ম. শহীদ ০৪/১১/২০২০ঠিক কথা