উল্টাপাল্টা—১১
উল্টাপাল্টা—১১
সাইয়িদ রফিকুল হক
শয়তানেরাও এখন দেখি
চাচ্ছে হতে ধার্মিক!
যদিওবা এদের মধ্যে
কেউ হবে না মায়িক।
পশুর মুখে ধর্মবুলি
শুনবে আরও কত!
তবুও তোমরা ভেল্কি দেখে
হয়ো না ভাই নত।
শয়তানেরা এখন দেখি
পরছে কত লেবাস!
এদের আছে আরও কত
রঙবেরঙের আবাস।
টাকার জোরে ভণ্ডগুলো
হচ্ছে ভীষণ হাজি!
অর্থলোভে হারাম-কাজে
এরা সবাই রাজী!
পাপের খাতায় নামটা দেখে
ভণ্ড কাঁপে ত্রাসে!
তবুও এরা হার মানে না
জমিজমার গ্রাসে।
লোভের আগুন বুকে নিয়ে
হাসছে কত শয়তান!
গায়ের জোরে দখল করে
রাখছে এরা ময়দান।
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০২০
সাইয়িদ রফিকুল হক
শয়তানেরাও এখন দেখি
চাচ্ছে হতে ধার্মিক!
যদিওবা এদের মধ্যে
কেউ হবে না মায়িক।
পশুর মুখে ধর্মবুলি
শুনবে আরও কত!
তবুও তোমরা ভেল্কি দেখে
হয়ো না ভাই নত।
শয়তানেরা এখন দেখি
পরছে কত লেবাস!
এদের আছে আরও কত
রঙবেরঙের আবাস।
টাকার জোরে ভণ্ডগুলো
হচ্ছে ভীষণ হাজি!
অর্থলোভে হারাম-কাজে
এরা সবাই রাজী!
পাপের খাতায় নামটা দেখে
ভণ্ড কাঁপে ত্রাসে!
তবুও এরা হার মানে না
জমিজমার গ্রাসে।
লোভের আগুন বুকে নিয়ে
হাসছে কত শয়তান!
গায়ের জোরে দখল করে
রাখছে এরা ময়দান।
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাজেরা কোরেশী অপি ০৩/১১/২০২০সুন্দর রচনা, ভালো থাকুন কবি চিরন্তন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১১/২০২০nice...
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/১১/২০২০বাস্তবিকতার সুন্দর উপমা সমৃদ্ধ উপস্থাপন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/১১/২০২০অত্যন্ত সুন্দর উপস্থাপন।
-
ফয়জুল মহী ০২/১১/২০২০বেশ মোহনীয় পরিবেশন।
-
কুমারেশ সরদার ০২/১১/২০২০নান্দনিক