একটু মানুষ হও
তোমরা একটু মানুষ হও,
ভালোবাসার কথা কও।
আর কতদিন থাকবে পশু?
ভাবো এবার একটাকিছু।
মানুষ হলে মিলবে মুক্তি,
নীতিধর্মে করো ভক্তি।
ভালোবাসার কথা কও।
আর কতদিন থাকবে পশু?
ভাবো এবার একটাকিছু।
মানুষ হলে মিলবে মুক্তি,
নীতিধর্মে করো ভক্তি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাজেরা কোরেশী অপি ০২/১১/২০২০এক কথায় চমৎকার। ভালো থাকেন কবি চিরন্তন।
-
শ.ম. শহীদ ০২/১১/২০২০চমৎকার আর্জি!
-
শাকিল আহমাদ মোল্লা-জী ০২/১১/২০২০অল্পকথায় খুব সুন্দর লিখেছেন কবি
-
আব্দুর রহমান আনসারী ০২/১১/২০২০দারুণ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০২/১১/২০২০জি, আমাদের সমাজে মানুষের খুব দরকার। একটা সময় উপযোগী কবিতা লিখেছেন । মানুষের খুব অভাব
-
আলম সারওয়ার ০১/১১/২০২০চমত্কার লিখনি কবিজি
-
ফয়জুল মহী ০১/১১/২০২০দারুণ চিন্তা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১১/২০২০মানুষ হওয়া জরুরী।