তোমরা যদি মানুষ হতে
তোমরা যদি মানুষ হতে
সাইয়িদ রফিকুল হক
তোমরা যদি মানুষ হতে
বুঝতে মানুষ দামি,
তখন কি আর মানুষ-মেরে
হইতে এমন হারামি?
মানুষ-নামের পশুগুলো
মারছে এখন মানুষ,
এই পশুরা জীবনভর যে
হয়ে আছে বেহুঁশ?
পশুগুলো হিংস্র হলে
করতে হবে নিধন,
এদের বিনাশ হলে পরে
রাষ্ট্র হবে শোধন।
তোমরা যদি মানুষ হতে
বুঝতে মানুষ দামি,
মানুষজনকে ভালোবেসে
নিজেও হতে নামি।
আজকে যারা পশু আছো
ছাড়ো দেশের মাটি,
বাংলাজুড়ে ভাঙবো এবার
জানোয়ারের ঘাঁটি।
সাইয়িদ রফিকুল হক
৩১/১০/২০২০
সাইয়িদ রফিকুল হক
তোমরা যদি মানুষ হতে
বুঝতে মানুষ দামি,
তখন কি আর মানুষ-মেরে
হইতে এমন হারামি?
মানুষ-নামের পশুগুলো
মারছে এখন মানুষ,
এই পশুরা জীবনভর যে
হয়ে আছে বেহুঁশ?
পশুগুলো হিংস্র হলে
করতে হবে নিধন,
এদের বিনাশ হলে পরে
রাষ্ট্র হবে শোধন।
তোমরা যদি মানুষ হতে
বুঝতে মানুষ দামি,
মানুষজনকে ভালোবেসে
নিজেও হতে নামি।
আজকে যারা পশু আছো
ছাড়ো দেশের মাটি,
বাংলাজুড়ে ভাঙবো এবার
জানোয়ারের ঘাঁটি।
সাইয়িদ রফিকুল হক
৩১/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ০১/১১/২০২০মনোমুগ্ধকর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১১/২০২০Right and Realistic.
-
আব্দুর রহমান আনসারী ০১/১১/২০২০সুন্দর লেখা
-
ফয়জুল মহী ৩১/১০/২০২০মনোলোভা কথার চয়ন।