পাপীর মুখে ধর্মকথা
পাপীর মুখে ধর্মকথা
সাইয়িদ রফিকুল হক
ধর্মজোশে মানুষ মারিস!
মানুষ তোদের পর,
পরকালে পাবি তোরা
জাহান্নামি ঘর।
যুগজামানার পাপীগুলো
চিনছে শুধু লেবাস,
এদের ভিতর কিছুই নাইরে
করছে শুধু হতাশ।
পাপীর মুখে ধর্মকথা
শুনছি কত রোজ,
পরের টাকা লুটপাটে যে
করছে এরা ভোজ!
পশুর চেয়ে অধম যারা
তারাই নাকি ধার্মিক!
মানুষখুনের ইতিহাসে
শুধুই এরা চার্মিক।
দেখতে এরা মানুষ হলেও
আসলে যে পশু,
রাষ্ট্র তুমি এই পশুদের
নিধন করো আশু।
মানুষখুনী পশুর দলে
ধর্মসভায় কেন?
এরাই হলো দেশজনতার
প্রধান শত্রু জেনো।
সাইয়িদ রফিকুল হক
৩০/১০/২০২০
সাইয়িদ রফিকুল হক
ধর্মজোশে মানুষ মারিস!
মানুষ তোদের পর,
পরকালে পাবি তোরা
জাহান্নামি ঘর।
যুগজামানার পাপীগুলো
চিনছে শুধু লেবাস,
এদের ভিতর কিছুই নাইরে
করছে শুধু হতাশ।
পাপীর মুখে ধর্মকথা
শুনছি কত রোজ,
পরের টাকা লুটপাটে যে
করছে এরা ভোজ!
পশুর চেয়ে অধম যারা
তারাই নাকি ধার্মিক!
মানুষখুনের ইতিহাসে
শুধুই এরা চার্মিক।
দেখতে এরা মানুষ হলেও
আসলে যে পশু,
রাষ্ট্র তুমি এই পশুদের
নিধন করো আশু।
মানুষখুনী পশুর দলে
ধর্মসভায় কেন?
এরাই হলো দেশজনতার
প্রধান শত্রু জেনো।
সাইয়িদ রফিকুল হক
৩০/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ৩১/১০/২০২০মনোমুগ্ধকর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/১০/২০২০সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ৩১/১০/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩১/১০/২০২০good writing
-
ফয়জুল মহী ৩০/১০/২০২০নান্দনিক চয়ন ।
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ৩০/১০/২০২০সুন্দর ছড়া