উল্টাপাল্টা—১০
উল্টাপাল্টা—১০
সাইয়িদ রফিকুল হক
মদের বোতল বুকে রেখেও
যাচ্ছো তুমি হজে!
অঢেল টাকার মালিক হয়ে
আছো ভীষণ মজে!
ফুর্তি করো দু’হাত ভরে
নিজের নামে ব্যাংক!
বিদেশেতে কিনছো নাকি
ভারী কামান-ট্যাংক!
তোমরা সবাই কলিযুগের
অনেকবড় ধার্মিক,
ভিতরে যে নাইরে কিছু
বাইরে শুধু চার্মিক।
লোকদেখানো ভণ্ডসাধু
ঘুরছে চারিপাশে,
ধর্মখেলায় মত্ত সবাই
অনেক টাকার আশে!
পরের চোখে ধুলো দিয়ে
চলছে খেলা ভালো,
ধরা পড়লে দশের সামনে
মুখটি হবে কালো!
এই দেশেতে পাপীরা সব
হচ্ছে বিরাট সাধু!
পলক ফেলার আগেই দেখি
ধনী হচ্ছে ভাদু!
সাইয়িদ রফিকুল হক
২৮/১০/২০২০
সাইয়িদ রফিকুল হক
মদের বোতল বুকে রেখেও
যাচ্ছো তুমি হজে!
অঢেল টাকার মালিক হয়ে
আছো ভীষণ মজে!
ফুর্তি করো দু’হাত ভরে
নিজের নামে ব্যাংক!
বিদেশেতে কিনছো নাকি
ভারী কামান-ট্যাংক!
তোমরা সবাই কলিযুগের
অনেকবড় ধার্মিক,
ভিতরে যে নাইরে কিছু
বাইরে শুধু চার্মিক।
লোকদেখানো ভণ্ডসাধু
ঘুরছে চারিপাশে,
ধর্মখেলায় মত্ত সবাই
অনেক টাকার আশে!
পরের চোখে ধুলো দিয়ে
চলছে খেলা ভালো,
ধরা পড়লে দশের সামনে
মুখটি হবে কালো!
এই দেশেতে পাপীরা সব
হচ্ছে বিরাট সাধু!
পলক ফেলার আগেই দেখি
ধনী হচ্ছে ভাদু!
সাইয়িদ রফিকুল হক
২৮/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/১০/২০২০অপূর্ব
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/১০/২০২০best poem
-
পি পি আলী আকবর ২৮/১০/২০২০nice