উল্টাপাল্টা—৯
উল্টাপাল্টা—৯
সাইয়িদ রফিকুল হক
ধর্মকিতাব বগলদাবা
করছে যারা স্বার্থে,
আর কি তারা ফিরতে পারে
মানবসেবায় পরার্থে!
ধান্দাবাজির ষোলোকলা
জমছে এখন মাঠে,
ধার্মিক-সাজার নিয়মকানুন
বিক্রি হচ্ছে হাটে!
বাটপাড়েরা মাঠগরমে
করছে পকেট ভারী,
এরাই নাকি ধর্মবিধান
করবে দেশে জারী!
পাগলগুলোও কিতাব হাতে
তর্ক করে রোষে,
তবুও দেখি দেশের মানুষ
থাকে কেমন বসে!
ভণ্ডগুলো ধর্মকথায়
খাচ্ছে দেশের মাথা,
কষ্ট দেখে দেশপ্রেমিকের
বুকে বাজে ব্যথা।
সাইয়িদ রফিকুল হক
২৭/১০/২০২০
সাইয়িদ রফিকুল হক
ধর্মকিতাব বগলদাবা
করছে যারা স্বার্থে,
আর কি তারা ফিরতে পারে
মানবসেবায় পরার্থে!
ধান্দাবাজির ষোলোকলা
জমছে এখন মাঠে,
ধার্মিক-সাজার নিয়মকানুন
বিক্রি হচ্ছে হাটে!
বাটপাড়েরা মাঠগরমে
করছে পকেট ভারী,
এরাই নাকি ধর্মবিধান
করবে দেশে জারী!
পাগলগুলোও কিতাব হাতে
তর্ক করে রোষে,
তবুও দেখি দেশের মানুষ
থাকে কেমন বসে!
ভণ্ডগুলো ধর্মকথায়
খাচ্ছে দেশের মাথা,
কষ্ট দেখে দেশপ্রেমিকের
বুকে বাজে ব্যথা।
সাইয়িদ রফিকুল হক
২৭/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/১০/২০২০অনবদ্য উপলব্ধির উপস্থাপন।
-
আব্দুর রহমান আনসারী ২৮/১০/২০২০অপূর্ব
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/১০/২০২০অনেক সুন্দর ও একনিষ্ঠ প্রতিবাদ।
শুভ কামনা রইল। -
ফয়জুল মহী ২৭/১০/২০২০মনোমুগ্ধকর লেখা ভাই
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/১০/২০২০খুব সুন্দর।