উল্টাপাল্টা—৮
উল্টাপাল্টা—৮
সাইয়িদ রফিকুল হক
ঘুষ খেয়েছো খুব করেছো
জমবে তোমার টাকা,
কদিন পরেই তোমার নামে
বুকিং দিবে ঢাকা!
টাকার নামে অনেকেই যে
ঘুরছে কাছা খুলে,
তাদের তুমি ভালোবেসে
বুকে নিবে তুলে!
তোমার হবে নতুন ব্যবসায়
গাড়ি-বাড়ি-দল,
নানান জাতের শয়তানেরা
বাড়ায় দিবে বল!
ভয় কী তোমার? টাকার জোরে
পাপ হবে না কোনো,
তুমি হবে বিরাট হাজি
গুণের কথা শোনো!
সত্যকথা বলবে নাকো
সত্য তোমার পর,
মিথ্যা বলে ব্যবসা তোমার
নাই যে কোনো ডর!
ঘুষ খেয়েছো বেশ করেছো
খাও না আরও জোরে,
সবই তোমার হালাল হবে
ধার্মিক হবে ভোরে!
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০২০
সাইয়িদ রফিকুল হক
ঘুষ খেয়েছো খুব করেছো
জমবে তোমার টাকা,
কদিন পরেই তোমার নামে
বুকিং দিবে ঢাকা!
টাকার নামে অনেকেই যে
ঘুরছে কাছা খুলে,
তাদের তুমি ভালোবেসে
বুকে নিবে তুলে!
তোমার হবে নতুন ব্যবসায়
গাড়ি-বাড়ি-দল,
নানান জাতের শয়তানেরা
বাড়ায় দিবে বল!
ভয় কী তোমার? টাকার জোরে
পাপ হবে না কোনো,
তুমি হবে বিরাট হাজি
গুণের কথা শোনো!
সত্যকথা বলবে নাকো
সত্য তোমার পর,
মিথ্যা বলে ব্যবসা তোমার
নাই যে কোনো ডর!
ঘুষ খেয়েছো বেশ করেছো
খাও না আরও জোরে,
সবই তোমার হালাল হবে
ধার্মিক হবে ভোরে!
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/১০/২০২০অসংখ্য ধন্যবাদ জানবেন প্রিয়।
-
শ.ম. শহীদ ২৭/১০/২০২০অতুলনীয় ছড়া!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/১০/২০২০good
-
আব্দুর রহমান আনসারী ২৭/১০/২০২০সত্যই সুন্দর
-
ফয়জুল মহী ২৬/১০/২০২০বাহ্ দারুণ । প্রীতি শুভেচ্ছা।