উল্টাপাল্টা—৭
উল্টাপাল্টা—৭
সাইয়িদ রফিকুল হক
মীরজাফরের নাতিগুলো
আছে ভীষণ সুখে,
হরহামেশা অনেক হাসি
দেখি তাদের মুখে!
যুগজামানা আগের মতো
কিছুই নাইরে ভাই,
মাথার উপর বসে আছে
মস্তজাতের কসাই!
দোকানদারের হাতে দেখি
কতরকম কিতাব!
ব্যাঙের ছাতা হচ্ছে নেতা
বাড়ছে দেশে আজাব!
মূর্খগুলো ধর্ম নিয়ে
খেলছে কত খেলা!
পাপজীবনে পরপারের
ধরতে চায় যে ভেলা!
শিয়ালগুলো ধর্মশালায়
করছে বিরাট মাতবরি!
বাঘের উপর নেংটি ইঁদুর
ঘুরায় কত ছড়ি!
মীরজাফরের নাতিগুলো
পাচ্ছে বিরাট আসন,
চামার-মুচিও জনসভায়
দিচ্ছে আজকে ভাষণ!
সাইয়িদ রফিকুল হক
২৫/১০/২০২০
সাইয়িদ রফিকুল হক
মীরজাফরের নাতিগুলো
আছে ভীষণ সুখে,
হরহামেশা অনেক হাসি
দেখি তাদের মুখে!
যুগজামানা আগের মতো
কিছুই নাইরে ভাই,
মাথার উপর বসে আছে
মস্তজাতের কসাই!
দোকানদারের হাতে দেখি
কতরকম কিতাব!
ব্যাঙের ছাতা হচ্ছে নেতা
বাড়ছে দেশে আজাব!
মূর্খগুলো ধর্ম নিয়ে
খেলছে কত খেলা!
পাপজীবনে পরপারের
ধরতে চায় যে ভেলা!
শিয়ালগুলো ধর্মশালায়
করছে বিরাট মাতবরি!
বাঘের উপর নেংটি ইঁদুর
ঘুরায় কত ছড়ি!
মীরজাফরের নাতিগুলো
পাচ্ছে বিরাট আসন,
চামার-মুচিও জনসভায়
দিচ্ছে আজকে ভাষণ!
সাইয়িদ রফিকুল হক
২৫/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/১০/২০২০অসাধারণ।
-
ফয়জুল মহী ২৫/১০/২০২০Excellent
-
আব্দুর রহমান আনসারী ২৫/১০/২০২০দারুন