মন ভালো নাই—২
মন ভালো নাই—২
সাইয়িদ রফিকুল হক
মন ভালো নাই, মন ভালো নাই,
মনে ভীষণ কষ্ট যে তাই,
মনশোধনের একটা-দুটো
মেশিন ভালো কিনতে চাই।
মনের ভিতর কষ্টগুলো
শুয়ে আছে জমাট বেঁধে,
একটা কষ্টও পালায় না যে
যতই মানুষ মরুক কেঁদে!
মনশোধনের মেশিন হলে
থাকবে না যে কষ্ট আর,
এমন একটা আজব মেশিন
কোথায় পাবো চমৎকার!
মন ভালো নাই, মন ভালো নাই,
শুনবি তোরা কতকাল,
তারচে ভালো মেশিন বানাও
দুঃখ ভুলবে মহাকাল।
সাইয়িদ রফিকুল হক
২৪/১০/২০২০
সাইয়িদ রফিকুল হক
মন ভালো নাই, মন ভালো নাই,
মনে ভীষণ কষ্ট যে তাই,
মনশোধনের একটা-দুটো
মেশিন ভালো কিনতে চাই।
মনের ভিতর কষ্টগুলো
শুয়ে আছে জমাট বেঁধে,
একটা কষ্টও পালায় না যে
যতই মানুষ মরুক কেঁদে!
মনশোধনের মেশিন হলে
থাকবে না যে কষ্ট আর,
এমন একটা আজব মেশিন
কোথায় পাবো চমৎকার!
মন ভালো নাই, মন ভালো নাই,
শুনবি তোরা কতকাল,
তারচে ভালো মেশিন বানাও
দুঃখ ভুলবে মহাকাল।
সাইয়িদ রফিকুল হক
২৪/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ২৬/১০/২০২০দারুণ আইডিয়া!
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/১০/২০২০বেশ ভালো লেগেছে প্রিয় কবি।
-
ফয়জুল মহী ২৫/১০/২০২০নিখাদ প্রকাশ।
-
আব্দুর রহমান আনসারী ২৫/১০/২০২০ভালো
-
পি পি আলী আকবর ২৫/১০/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/১০/২০২০সত্যি এই মেশিন তৈরী করতে হবে।