হাত পেত না
হাত পেত না
হাত পেত না, হাত দুটো আজ
লাগাও একটু কাজে,
জীবন তোমার খুব আনন্দে
কাটবে কর্মের ভাঁজে!
কাজের মাঝে খুঁজে পাবে
সুখের চির ঠিকানা,
বাদ দাও ভাই আলসেমিতে
দিন কাটানোর বাহানা।
হাত পেত না, হাত দুটো আজ
লাগাও একটু কাজে,
জীবন তোমার খুব আনন্দে
কাটবে কর্মের ভাঁজে!
কাজের মাঝে খুঁজে পাবে
সুখের চির ঠিকানা,
বাদ দাও ভাই আলসেমিতে
দিন কাটানোর বাহানা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ২৩/১০/২০২০মনোমুগ্ধকর
-
আব্দুর রহমান আনসারী ২৩/১০/২০২০সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/১০/২০২০অসাধারণ।
-
ফয়জুল মহী ২২/১০/২০২০Right
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/১০/২০২০সুন্দর পরামর্শ।